ছবি: বার্তাবাংলা
একটা কথা ক্রিকেট পাড়াতে চাউড় রয়েছে বেশ ভালোভাবেই। জাতীয় দলের হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহে দল নির্বাচনে বেশ একগুঁয়েমি করেন। নির্বাচকরা তার একগুঁয়েমির সঙ্গে পেরে ওঠেন না খুব একটা।
ব্যাটিং অর্ডার থেকে শুরু করে ক্রিকেটারদের নিয়ে পরীক্ষা চালানো হাথুরুর সঙ্গে পেরে ওঠেননি সদ্য সাবেক হওয়া প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুও। এক প্রকারে বিনা বাক্যে মাথা পেতেই তাদের মেনে নিতে হতো লঙ্কান কোচের সিদ্ধান্ত। এটা এক প্রকারে ওপেন সিক্রেটই বলা চলে।
নির্বাচক প্যানেলের নতুন দুই মুখ গাজী আশরাফ হোসেন লিপু ও হান্নান সরকারের কাছে তাই প্রশ্ন ছিল কি করে তারা সামলাবেন হাথুরুকে? আগের প্যানেলের মতো নীরবেই মেনে নেবেন তার সিদ্ধান্ত নাকি ক্রিকেটের জন্য যেটা উত্তম সেটিই করবেন তারা?
উত্তরটা বেশ কৌশলি ভূমিকায় দিলেন এই দুই নতুন নির্বাচক। হাথুরুর সঙ্গে বসে আলোচনা করে এরপর অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়ার কথা জানান দুজনই।
প্রধান নির্বাচক লিপু এ প্রসঙ্গে বলেন, ‘এখনও বল ইজ নট ইয়েট ডেলিভারড। সো লেট দ্য বল কাম, লেট মি প্লে দ্য বল। অল রাইট।’
একই সুরে গলা মিলিয়ে হান্নান বলেন, ‘আসলে এখনও তার সঙ্গে তো বসাই হয়নি। লিপু ভাই যেমনটা বললেন, আগে বলটা আসুক তার পক্ষ থেকে। এরপর না হয় দেখা যাবে কি করা যায়।’
বার্তাবাংলা/এনএ