ছবি: সংগৃহীত
তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে মার্চের প্রথম দিন বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। সিরিজকে সামনে রেখে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) ১৫ সদস্যের টি-টোয়েন্টি ও ওয়ানডে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট দল।
১৫ সদস্যের সেই দলের টি-টোয়েন্টি ফরম্যাটে ফিরেছেন এনামুল হক বিজয়, মাহমুদুল্লাহ রিয়াদ, তাইজুল ইসলাম ও নাঈম শেখ। এদিকে বাদ গেছেন রনি তালুকদার, শামীম পাটোয়ারী, আফিফ হোসেন এবং তানভীর। এই ফরম্যটে নতুন মুখ আলিস আল ইসলাম।
একইসঙ্গে কোনো ফরম্যাটেই রাখা হয়নি সাকিব আল হাসানকে। পাশাপাশি বাদ দেওয়া হয়েছে তামিম ইকবালকেও।
১ মার্চ বাংলাদেশে আসবে লঙ্কান বাহিনী। ৪, ৬ ও ৯ মার্চ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ। সবগুলো ম্যাচ শুরু হবে বেলা ৩টায়।
এরপর ১৩, ১৫ ও ১৮ মার্চ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে গড়াবে ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ। ১৩ ও ১৫ মার্চ ম্যাচ শুরু হবে বেলা আড়াইটায়। আর ১৮ মার্চ খেলা শুরু হবে সকাল ১০টায়।
টেস্ট সিরিজের সূচি এখনও জানানো হয়নি।
টি-টোয়েন্টি স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, আনামুল হক বিজয়, মোহাম্মদ নাঈম শেখ, তাওহীদ হৃদয়, সৌম্য সরকার, শেখ মাহেদী ইসলাম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাইজুল ইসলাম, রিশাদ হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও আলিস আল ইসলাম।
ওয়ানডে স্কোয়াড (প্রথম দুইটি): নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), আনামুল হক বিজয়, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাদ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রিশাদ হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।
বার্তাবাংলা/এনএ