ছবি : সংগৃহীত
বিপিএলের চট্টগ্রাম পর্বে দ্বিতীয় ম্যাচেও রান পাহাড়ে চড়ে জয় পেলো রংপুর রাইডার্স। সাকিব আল হাসান আর মেহেদী হাসানের ঝড়ো ফিফটির পর নুরুল হাসান সোহানের টর্নেডোতে খুলনা টাইগার্সকে ২২০ রানের বিশাল টার্গেট দিয়ে ৭৮ রানের বড় জয় তুলে নিয়েছে রংপুর। এবার বিপিএলে প্রথম ম্যাচ খেলতে নামা আলেক্স হেলসের ঝড়ো ফিফটিও এড়াতে পারেনি খুলনার হার।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। ব্যাটিংয়ে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারালেও তৃতীয় উইকেটে শতরানের জুটি গড়েন সাকিব আল হাসান আর মেহেদি হাসান। ৬টি করে ছয় চারে ৩১ বলে ৬৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেন সাকিব আর ৩৬ বলে ৬ চার আর ৪ ছয়ে ৬০ রান করেন মেহেদি। শেষের দিকে নুরুল হাসান সোহানের ১৩ বলে ৩২ রানের টর্নেডো ইনিংসে ২১৯ রানের বড় সংগ্রহ পায় রংপুর।
২২০ রানের বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার এভিন লুইসকে হারায় খলুনা। ১১ বলে ১১ রান করে সাকিবের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন এই ক্যারিবিয়ান। সুবিধা করতে পারেনি খুলনার অধিনায়ক এনামুল আর আফিফও। এনামুল ফিরেছেন ৮ বলে ৫ রান করে আর আফিফ করেন ৮ বলে ১১ রান, দুজনকেই ফিরিয়েছেন ইমরান তাহির।
তবে খুলনার হয়ে এবার বিপিএলে প্রথম ম্যাচ খেলতে নেমেই নিজের জাত চিনিয়েছেন ইংলিশ ব্যাটার অ্যালেক্স হেলস। ঝড়ো ফিফটিতে খুলনার জয়ের আশা বাঁচিয়ে রেখেছিলেন এই ইংলিশ হার্ডহিটার। তবে ৭ চার আর ৩ ছয়ে ৩৩ বলে ৬০ রান করেই তাহিরের বলে হেলস ফিরে গেলে কার্যত শেষ হয়ে যায় খুলনার জয়ের আশা। ৯৯ রানেই চতুর্থ উইকেট হারানো খুলনা পরে আর দাঁড়াতেই পারেনি রংপুরের বোলারদের সামনে।
হাবিবুর রহমানকে ১১ রানে আর আকবর আলীকে ০ রানেই ফিরিয়ে ৪ ওভারে ২৬ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন তাহির। ১০৪ রানে ৭ উইকেট হারানো খুলনা পরে অলআউট হয়েছে ১৪১ রানেই।খুলনাকে ৭৮ রানে হারিয়ে ৯ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সবার উপরেই থাকলো রংপুর। অন্যদিকে, প্রথম চার ম্যাচ জয়ের পর টানা চতুর্থ হারে ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নাম্বারে রয়েছে খুলনা।