ফাইল ছবি
একটা সময় ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ছিল বিদেশি ক্রিকেটারদের ছড়াছড়ি। বিশ্বের নামকরা ক্রিকেটাররা এসে খেলতেন দেশের শীর্ষস্থানীয় এই ঘরোয়া টুর্নামেন্টে। কিন্তুসময়ের পরিক্রমায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জনপ্রিয়তার কারণে বর্তমানে ডিপিএল বিদেশি ক্রিকেটারদের দেখা মেলা দায়।
বিদেশি ক্রিকেটার তো অনেক দূরের বিষয়। দেশের তারকাদেরই এই টুর্নামেন্টে পাওয়া যায়না পুরো সময়ের জন্য। জাতীয় দলের ব্যস্ততা এর অন্যতম প্রধান কারণ।
চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের পরপরই শুরু হবে শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের তিন ফরম্যাটের সিরিজ। ৪ মার্চ থেকে মাঠে গড়াবে সিরিজটি। এই সিরিজের মাঝপথেই শুরু হবে ডিপিএলের চলতি বছরের আসর।
কয়েকবছর আগেও ডিপিএলের প্রতি দলে খেলানোর সুযোগ ছিল চার জন করে বিদেশি ক্রিকেটারের। গেল বছর সেটি কমিয়ে নিয়ে আসা হয় দুজনে। এবারের আসরে সেটি কমে নেমে গেছে শূন্যের কোঠায়। আসন্ন আসরে দেখ যাবে না কোনো বিদেশি ক্রিকেটারকে।
ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) চেয়ারম্যান সালাহ উদ্দিন এমনটাই জানিয়েছেন।
বোর্ডের এই কর্তা বলেন, ‘২০২৪ সালের লিগে বিদেশি খেলবেন না। ডলার সঙ্কট ও ক্লাবগুলোর ঐক্যমত মিলিয়ে এই সিদ্ধান্ত হয়েছে। বিদেশি ক্রিকেটারদের জন্য বিপিএল আছে। ঢাকা প্রিমিয়ার লিগে দেশের ক্রিকেটাররা খেলবে। আমাদের ক্রিকেটারদের উন্নতির জন্য এবং সুযোগ করে দিতে এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
সূচি অনুযায়ী, আগামী ৯ মার্চ শুরু হবে টুর্নামেন্ট। আসরকে সামনে রেখে আগামী ২৮-২৯ ফেব্রুয়ারি হবে দলবদল।
মোট চারটি ভেন্যুতে হবে এবারকার ম্যাচগুলো। ভেন্যুগুলো হচ্ছে– বিকেএসপির দুটি মাঠ, হোম অব ক্রিকেট মিরপুর শের-ই বাংলা এবং ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম।
বার্তাবাংলা/এনএ