ছবি: সংগৃহীত
কিছুদিন আগেই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে মাহমুদউল্লাহ রিয়াদকে অটো চয়েজ হিসেবে আখ্যা দিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান মোহাম্মদ জালাল ইউনূস। যে কারণে স্বভাবতই ধারণা মিলেছিল যে কেন্দ্রীয় চুক্তিতে টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য রিয়াদের সঙ্গে চুক্তিতে যাবে বিসিবি।
কিন্তু সবাইকে অবাক করে দিয়ে শুধুমাত্র ওয়ানডের জন্য রিয়াদের সঙ্গে চুক্তিবদ্ধ হয় বোর্ড।
এর চেয়েও অবাক করার মতো বিষয় টি-টোয়েন্টি চুক্তিতে সাইলেন্ট কিলার খ্যাত এই ক্রিকেটার না থাকলেও শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন তিন ফরম্যাটের সিরিজে ওয়ানডের পাশাপাশি টি-টোয়েন্টি দলে নেওয়া হয়েছে তাকে।
বোর্ডের নিয়ম অনুযায়ী, আগের বছরের পারফরম্যান্স বিবেচনায় নতুন বছর খেলোয়াড়দের সঙ্গে চুক্তিবদ্ধ হয় বোর্ড। যেহেতু রিয়াদ গেল বছর কোনো টি-টোয়েন্টি ম্যাচ খেলেননি সে কারণে তার সঙ্গে শর্টার ফরম্যাটের জন্য বোর্ড চুক্তিবদ্ধ হয়নি।
এমনটাই জানিয়েছেন বোর্ডের সদ্য সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
নান্নু বলেন, ‘গত দুই বছর রিয়াদ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ছিল না। শুধু ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স দিয়ে কেন্দ্রীয় চুক্তি হয় না। কেন্দ্রীয় চুক্তির হিসাবটা হয় আগের বছর পারফরম্যান্স দিয়ে। চলতি বিপিএলে সে ভালো খেলছে, রান পাচ্ছে। এ কারণেই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে তাকে রাখা হয়েছে।’
উল্লেখ্য, জাতীয় দলের হয়ে রিয়াদ সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন ২০২২ সালের সেপ্টেম্বরে। এরপর গত বছর লাল-সবুজ জার্সিতে কোনো টি-টোয়েন্টি খেলতে দেখা যায়নি তাকে।
বার্তাবাংলা/এনএ