ছবি: সংগৃহীত
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লে অফের দৌড়ে টিকে থাকার লড়াইয়ে দুর্দান্ত ঢাকার সামনে ১৮৭ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে ফরচুন বরিশাল। নির্ধারিত ২০ ওভারে তামিম ইকবালের ব্যাটিং নৈপূণ্যে ৬ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৮৬ রান তোলে বরিশাল।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ছিল বরিশালের দেখার মতো। আহমেদ শেহজাদ ও তামিম ইকবালের দায়িত্বশীল ব্যাটিংয়ে উদ্বোধনী জুটিতেই বরিশাল পায় ৭৬ রানের পুঁজি।
২২ বলে ২৪ করে শেহজাদ বিদায় নিলে ভাঙ্গে সেই জুটি। এরপর সৌম্য সরকারকে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন তামিম। দলীয় ১২৪ রানে থামতে হয় তামিমকে আলাউদ্দিন বাবুর শিকার বনে। মাঠ ছাড়ার আগে বাঁহাতি এই ওপেনারের ব্যাট থেকে আসে ৪৫ বলে ৭১ রান।
তামিমের বিদায়ের পর দলের বাকিদের আর কেউই ইনিংসটা খুব একটা বড় করতে পারেননি। সৌম্য করেন ২৮, মাহমুদউল্লাহ রিয়াদ ১৩ আর মোহাম্মদ সাইফউদ্দিনের হার না মানা ৬ বলে ২৩ রানের সুবাদে ৬ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৮৬ রান তুলতে সক্ষম হয় বরিশাল।
ঢাকার হয়ে তিনটি উইকেট নেন আলাউদ্দিন বাবু। তাসকিন আহমেদ নেন দুটি উইকেট আর একটি উইকেট ঝুলিতে যায় শরিফুল ইসলামের।
বাংলাবার্তা/এনএ