ছবি: সংগৃহীত
আইসিসির ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান থেকে সাকিব আল হাসানকে সরানো ছিল রীতিমতো অসম্ভব। টেস্ট ও টি-টোয়েন্টিতে তিনি বেশ কয়েকবার নিজ জায়গা হারালেও ওয়ানডের নম্বর ওয়ানের জায়গাটাকে এক প্রকারে ব্যক্তিগত সম্পত্তিই যেন বানিয়ে ফেলেছিলেন দেশসেরা এই অলরাউন্ডার। কিন্তু পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়। সাকিবের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি।
দীর্ঘ পাঁচ বছর পর পতন ঘটেছে সাকিবের সাম্রাজ্যের। ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান খুইয়েছেন তিনি। লম্বা সময় ধরে বাঁহাতি এই তারকার কাঁধে নিঃশ্বাস ফেলতে থাকা মোহাম্মদ নাবির হাতেই পতন ঘটল সাকিবের সাম্রাজ্যের।
আইসিসির হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে সাকিবকে দুইয়ে ঠেলে দিয়ে ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে গেছেন নাবি। সাকিবের লম্বা সময় ক্রিকেটের বাইরে থাকার সুযোগ নিয়ে ছক্কা হাঁকিয়েছেন আফগানিস্তানের এই ক্রিকেটার।
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বল হাতে এক উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ১৩৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন নাবী। আর সেই সুবাদে ৩১৪ রেটিং পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে ঊঠে গেছেন আফগান এই অলরাউন্ডার। দুইয়ে থাকা সাকিবের রেটিং পয়েন্ট ৩১০। ২৮৮ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা।
অলরাউন্ডার হিসেবে ওয়ানডেতে জায়গা হারালেও টি-টোয়েন্টিতে শীর্ষস্থান ঠিকই ধরে রেখেছেন দেশের ক্রিকেটের এই পোস্টার বয়। তবে টেস্ট অলরাউন্ডারের র্যাঙ্কিংয়ে তিনি অবস্থান করছেন তিনে।
বাংলাবার্তা/এনএ