ছবি: সংগৃহীত
ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনূস কিছুদিন আগেই মাহমুদউল্লাহকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অটো চয়েজ হিসেবে গণ্য করেছিলেন। কিন্তু বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে শর্টার ফরম্যাটের জন্য রাখা হয়নি ডানহাতি এই মিডল অর্ডারকে। যে কারণে বেশ জল্পনা কল্পনা সৃষ্টি হয়েছে রিয়াদের বিশ্বকাপের স্কোয়াডে ডাক পাওয়া নিয়ে।
গেল বছর ওয়ানডে থেকে বাদ পড়া রিয়াদের শঙ্কা জেগেছিল আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হয়ে যাওয়ারই। কিন্তু নিজেকে প্রমাণ করে শেষ পর্যন্ত তিনি জায়গা করে নিয়েছিলেন ওয়ানডে বিশ্বকাপের স্কোয়াডে।
বিশ্বকাপের সেই ফর্ম মাহমুদউল্লাহ ধরে রেখেছেন চলতি বিপিএলেও। আর সেই ফর্ম দেখেই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে রিয়াদকে অটো চয়েজ হিসেবে ধরেছিলেন জালাল।
কিন্তু কেন্দ্রীয় চুক্তিতে টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য রিয়াদকে গণ্য না করে শুধু ওয়ানডের জন্য তার সঙ্গে বোর্ড চুক্তিবদ্ধ হয়। আবার লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও রাখা হয়েছে তাকে। সব মিলিয়ে জল ঘোলা হয়েই যাচ্ছে ইস্যুটিতে।
যেহেতু কেন্দ্রীয় চুক্তিতে নেই, তবে কি রিয়াদের খেলা হবে না বিশ্বকাপে? উত্তরটা দিলেন জাতীয় দলের নির্বাচক আবদুর রাজ্জাক।
কেন্দ্রীয় চুক্তির সঙ্গে বিশ্বকাপের খেলা না খেলার কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেন রাজ্জাক। পারফরম্যান্স বিবেচনায় যদি মনে হয় রিয়াদ বিশ্বকাপের জন্য উপযুক্ত তাহলে তাকে স্কোয়াডে নেওয়া হবে বলে জানান তিনি।
রাজ্জাক বলেন, ‘কেন্দ্রীয় চুক্তির সাথে দলে চান্স পাওয়ার কোনো মিল নেই। চুক্তি হচ্ছে আগের বছরে খেলা দেখে। আগের বছরে রিয়াদ সে রকম টি-টোয়েন্টি খেলেনি। এখন মনে হচ্ছে রিয়াদ টি-টোয়েন্টি ভালো খেলছে। ভালো অবস্থায় আছে। তাই রাখা হয়েছে। এরপরেও যদি ভালো খেলে তাহলে বিশ্বকাপের জন্যও থাকবে চিন্তাতে।’
বাংলাবার্তা/এনএ