ফাইল ছবি
চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসরে পারফরম্যান্স দিয়ে আলোচনায় আসতে না পারলেও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে আলোচনায় এসেছেন রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান। তুচ্ছ একটি ঘটনা নিয়ে হাতাহাতির পর্যায়ে চলে গিয়েছেন তিনি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলতে আসা ওয়েস্ট ইন্ডিজের এক ক্রিকেটারের সঙ্গে।
বিপিএলের সাত দল এখন চট্টগ্রামে। এর ভেতর পাঁচ দলই উঠেছে হোটেল র্যাডিসনে। এখানে অবস্থান করছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স ও দুর্দান্ত ঢাকার ক্রিকেটার ও স্টাফরা।
সাধারণত ফ্র্যাঞ্চাইজিগুলোর সুশৃঙ্খল নিয়মের মধ্যে থেকেই অবস্থান করেন ক্রিকেটাররা। কিন্তু তারপরও হোটেলের রুম নিয়ে ক্যারিবীয় সেই ক্রিকেটারের সঙ্গে কথা কাটাকাটি, সেখান থেকে বিষয়টি পৌঁছে যায় হাতাহাতি পর্যন্ত।
টিম হোটেলে অবস্থানরত নাম প্রকাশে অনিচ্ছুক একটি ফ্র্যাঞ্চাইজির নিরাপত্তার দায়িত্বে থাকা একটি সূত্রের দেওয়া তথ্য মতে, ভুল করে কুমিল্লার জন্য বরাদ্দকৃত হোটেল কামরাগুলোর একটিতে ঢুকে পড়েন সোহান। এরপর সেটিকে নিজের রুম মনে করে সেখানে আগে থেকেই অবস্থানরত সেই ক্রিকেটারের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন রংপুর দলপতি।
এক পর্যায়ে উত্তেজনা বেড়ে গেলে দুজন দুজনকে ধাক্কা দিয়ে বসেন। এ সময় সেখানে উপস্থিত কয়েকজন সোহানকে সরিয়ে দেন যাতে পরিস্থিতি আর উত্তপ্ত না হয়
সেই সূত্র বাংলা বার্তাকে জানান, ‘ভুলটা হয়েছিল সোহানেরই। সে সরি বলে চলে গেলেই সমস্যার সমাধান হয়ে যেত। কিন্তু সেটি না করে সৃষ্টি করল অনাকাঙ্ক্ষিত ঘটনাটির।’
তবে এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য জানতে রংপুর ও কুমিল্লার কর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা ফোন ধরেননি।
বাংলাবার্তা/এনএ