ফরচুন বরিশাল। ছবি : সংগৃহীত
প্রথমে ফরচুন বরিশাল ব্যাট করতে নেমে ১৮৩ রান সংগ্রহ করে। পরে সিলেট ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৫ রান তুলতে সক্ষম হয়।
আর এতে বিপিএলের ৩৫তম ম্যাচে ফরচুন বরিশালের কাছে ১৮ রানে হারে সিলেট।
সিলেটের এই ম্যাচে বেশি রান করেছে আরিফুল হক ৩১ বলে ৫৭ রান। দলটির দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক বেনি হাওয়েল। ৩২ বলে ৫৩ রান ।
ব্যাট হাতে ৩১ বলে ৪৮ রান এবং বল হাতে ১২ রান দিয়ে তিন উইকেট নেয়ায় প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন কাইল মায়ার্স।
এর আগে মুশফিকের ৫২ ও মায়ার্সের ৪৮ রানে ভর করে সিলেটের বিরুদ্ধে ১৮৩ রানের বড় সংগ্রহ পেয়েছিল তামিম ইকবালের বরিশাল।
বাংলাবার্তা/এআর