কুমিল্লা-বরিশালের মধ্যে টস। ছবি : সংগৃহীত
ফরচুন বরিশাল আজ টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। আর ব্যাট করবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
আজকের ম্যাচে ফরচুন বরিশালের লক্ষ্য প্লে-অফ নিশ্চিত করা। সেজন্য তাদের দরকার জয়। আর যদি হারে তাহলে তাকিয়ে থাকতে হবে পরের ম্যাচে খুলনা টাইগার্সের হারের দিকে।
এর আগে প্লে-অফ নিশ্চিত করে রেখেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এমনকি প্রথম কোয়ালিফায়ারেও নাম লিখিয়েছে তারা। আজ সুযোগ থাকছে টেবিলের শীর্ষে থেকে গ্রুপ পর্ব শেষ করার।
ফরচুন বরিশাল একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), আহমেদ শেহজাদ, কাইল মেয়ার্স, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, আকিফ জাভেদ, তাইজুল ইসলাম, ওবেদ ম্যাককয়।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ: লিটন দাস (অধিনায়ক), মাহিদুল ইসলাম অঙ্কন, তাওহীদ হৃদয়, মঈন আলী, জাকের আলী, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, মুশফিক হাসান, তানভীর ইসলাম, ম্যাথু ফোর্ড, এনামুল হক।
বাংলাবার্তা/এআর