সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়ন বাংলাদেশ। ছবি : সংগৃহীত
ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। খেলা একবার গড়াল টাইব্রেকারে।
টাইব্রেকারে ভারতকে ৩-২ ব্যবধানে হারিয়ে এই চ্যাম্পিয়ন ছিনিয়ে নিয়েছে বাংলাদেশ। এর আগে নির্ধারিত সময়ের ৯০ মিনিটের খেলা ড্র ছিল ১-১ গোলে।
বাংলাদেশ একাদশ
ইয়ারজান বেগম, অর্পিতা বিশ্বাস, শিউলি রায়, আরিফা আক্তার, সাথী মুনদো, আলপি আক্তার, ক্রানুচিং মারমা (অনন্যা মুরমু বিথি), ফাতেমা আক্তার (মমিতা) ও সুরভী আকন্দ প্রীতি।
বাংলাবার্তা/এআর