ছবি : সংগৃহীত
সৌদি কিংস কাপের ফাইনালে আল হিলালের কাছে হার মেনে নিতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো। তাই মাঠের ক্যামেরা ফাঁকি দিতে ২ হাত দিয়ে মুখ ঢেকে কান্নায় ভেঙে পড়েন তিনি।
তাই এবার সৌদি কিংস কাপের ফাইনালে পেনাল্টিতে আল হিলালের কাছে পরাজিত হয়ে কাপ ছাড়াই মৌসুম শেষ করল আল নাসর।
জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচটি নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়েও ছিল ১-১ ড্র। টাইব্রেকারে ৫-৪ গোলে জয়ী হয়ে আল হিলাল লিগ ও কাপ ডাবল পূর্ণ করে।
আল হিলালের থেকে ১৪ পয়েন্টের বড় ব্যবধানে পিছিয়ে টেবিলের ২য় স্থানে থেকে সৌদি কিংস কাপ শেষ করেছে রোনালদোর দল আল নাসর।
যদিও ব্যক্তিগত ভাবে ৩৯ বছর বয়সী এই সুপারস্টার বেশ কিছু কৃতিত্ব অর্জন করেছেন। এবারই প্রথম সৌদি পেশাদার লিগে পুরো মৌসুম তিনি খেলে সর্বোচ্চ ৩৫ গোলের রেকর্ড গড়েছেন। যদিও গতকাল পেনাল্টি শুট আউটে গোল পেলেও তার দলকে পরাজয়ের হাত থেকে রক্ষা করতে পারেননি।
বাংলাবার্তা/এআর