ছবি : সংগৃহীত
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে টাইগার শিবিরে একের পর এক সমস্যা দেখা দিচ্ছে। প্রথমে তাসকিন আহমেদের বিষয়ে শঙ্কা কাটতে না কাটতে এবার দেখা দিয়েছে শরিফুল ইসলামকে নিয়ে। হাতে চোট লাগার পর দিতে হয়েছে ৬ সেলাই।
শরিফুল ইসলামের বাম হাতের চোটে টুর্নামেন্টের প্রথম ম্যাচে অনিশ্চিতই বলা যায়।
চোট সঙ্গে নিয়েই বিশ্বকাপ খেলতে গেছেন তাসকিন আহমেদ। এখনও সুস্থ না হওয়ায় টুর্নামেন্ট শুরুর আগে ভারতের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচে নামতে পারেননি তিনি। ওই ম্যাচে পাওয়া চোটে এখন অনিশ্চয়তা তৈরি হয়েছে শরিফুলকে ঘিরে।
নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার (০১ জুন) ভারতের ইনিংসের শেষ ওভারে বাম হাতে চোট পান শরিফুল। হার্দিক পান্ডিয়ার জোরাল শট থামাতে হাত এগিয়ে দেন তিনি। তাতেই সর্বনাশ!
বাংলাবার্তা/এআর