ছবি : সংগৃহীত
এবারের টি-২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় দিয়ে শুরু করেছে টিম টাইগার্স।
শনিবার (০৮ জুন) ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যে এই খেলা অনুষ্ঠিত হয়।
শ্রীলঙ্কাকে দুই উইকেটে হারিয়েছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১২৪ রান করে শ্রীলঙ্কা। পরে বাংলাদেশ টিম নেমে এক ওভার হাতে রেখে জয় তুলে নেয়।
টস জিতে ফিল্ডিং বেছে নেওয়ার পর প্রথম ওভারে তানজিম হাসান সাকিবের হাতে বল তুলে দেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ২য় বল থেকে বাউন্ডারি হাঁকান পাথুম নিশাঙ্কা, ওই ওভার থেকে আসে পাঁচ রান। দ্বিতীয় ওভারে সাকিব আল হাসান এসে ৮ রান দেন, তাতে অবশ্য ছিল ওভারথ্রোতে আসা চারের অবদান।
ইনজুরি কাটিয়ে ফেরা তাসকিন আহমেদ আসেন তৃতীয় ওভারে। শুরুতে ছন্দটা একদমই খুঁজে পাচ্ছিলেন না তিনি। প্রথম দুই বলেই তাকে চার মারেন কুশল মেন্ডিস। কিন্তু তৃতীয় বলেই বাংলাদেশ পেয়ে যায় উইকেটের দেখা। শট খেলা নিয়ে দ্বিধায় থাকা কুশল মেন্ডিসের ব্যাট ছুঁয়ে অফ স্টাম্পের বাইরের বলে আঘাত হানে স্টাম্পে। ৮ বলে ১০ রান করে ফেরেন তিনি।
বাংলাবার্তা/এআর