ছবি : সংগৃহীত
টি-২০ বিশ্বকাপ ৯ম আসরের আজ মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা ও ভারত। এটি দক্ষিণ আফ্রিকার জন্য স্বপ্নের ফাইনাল আর ভারতের জন্য দ্বিতীয় শিরোপা জয়ের হাতছানি।
বাংলাদেশ সময় শনিবার (২৯ জুন) বার্বাডোজের ব্রিজটাউনে রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি। প্রথমবারের মত আইসিসি বিশ্বকাপ ইভেন্টের ফাইনালে উঠেই বাজিমাত করতে চায় দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া ভারতের চোখ দ্বিতীয় শিরোপার দিকে।
গ্রুপ পর্বের ৪ এবং সুপার এইটের ৩ ম্যাচের সবগুলোই জিতে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠে দক্ষিণ আফ্রিকা। কিন্তু সেমিতে উঠলেও চিন্তার ভাঁজ কপালে ছিলো প্রোটিয়াদের। কারন ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে মোট সাতবার বিশ্বকাপের সেমি থেকে বিদায় নিতে হয়েছিলো দক্ষিণ আফ্রিকাকে। এবার সেমি খড়া কাটিয়ে উঠতে পারে ‘চোকার্স’ খ্যাত দলটি। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে বোলারদের অসাধারন নৈপুন্যে আফগানিস্তানকে ৯ উইকেটে উড়িয়ে প্রথমবারের মত বিশ্বকাপ ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে প্রোটিয়ারা।
প্রোটিয়াদের সাবেক এই অধিনায়ক বলেন, 'প্রোটিয়াদের বিশ্বকাপ ফাইনালে খেলতে দেখার জন্য দক্ষিণ আফ্রিকানরা ৩৩ বছর অপেক্ষা করেছে। অনেক হৃদয় ভাঙার পর দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের ভারতের বিপক্ষে খেলবে। আমি জেতার জন্য প্রোটিয়াদের সমর্থন করছি। এটি ক্লোজ ম্যাচ হবে কারণ আমরা সবাই জানি, ভারত তারকায় ভরপুর দল। কিন্তু আমি বিশ্বাস করি দক্ষিণ আফ্রিকার সময় এসে গেছে।
'কেউ কেউ বলবে, টুর্নামেন্টে এখনো পর্যন্ত তারা তাদের সেরা ক্রিকেটটা খেলতে পারেনি। কিন্তু তারা আট ম্যাচের আটটিই জিতেছে এবং এটা খারাপ নয়। ভারতের অবশ্যই নিজস্ব ম্যাচ-উইনার আছে। আরেকটি বিশ্বকাপ জেতার জন্য শতকোটিরও বেশি মানুষ আহ্বান করছে তাদের। হয়তো মাথার চেয়ে আমার হৃদয় বেশি কাজ করছে। তবে আমি কেবল মনে করি, সময়টা দক্ষিণ আফ্রিকার।
বাংলাবার্তা/এআর