ছবি : সংগৃহীত
প্রথমবারের মত আইসিসি বিশ্বকাপ ইভেন্টের ফাইনালে উঠে নিজের বাজিমাত করার স্বপ্ন বাস্তবায়নের পথে বাঁধা হিসেবে থাকলো ভারত। এবারের আসরে প্রোটিয়াদের স্বপ্ন ভেঙে টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত।
২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া পর এবার ভারত দ্বিতীয়বারের মতো শিরোপার জিতল।
বাংলাদেশ সময় শনিবার (২৯ জুন) বার্বাডোজের ব্রিজটাউনে রাত সাড়ে ৮টায় শুরু হয় ম্যাচটি। ফাইনালে প্রথমে ভারত ব্যাট করে ১৭৬ রান সংগ্রহ করতে সক্ষম হন। পরে দক্ষিণ আফ্রিকা ১৬৯ রান করায় নিজেদের সেই স্বপ্ন আর পূরণ করতে পরেনি। ভারত ১৭ বছর পর টি-২০ বিশ্বকাপের এবং ১১ বছর পর আইসিসির টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে।
ভারতের জয়ের নায়কদের একজন বিরাট কোহলি। আসর জুড়ে ব্যর্থতার বৃত্তে বন্দী ভারতীয় মহাতারকা নিজেকে মেলে ধরেন ফাইনালে। খেলেন ৫৯ বলে ৭৬ রানের চমৎকার এক ইনিংস। এতে ম্যাচসেরার পুরস্কারও উঠেছে তার হাতে। যদিও পাওয়ার প্লের মধ্যে ৩৪ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল ভারত।
সেখান থেকে কোহলি ও অক্ষর ৭২ রানের দারুণ জুটি গড়ে ওই ধাক্কা সামাল দেন। ব্যাট হাতে ৪৭ রান করে বড় অবদান রাখেন অক্ষর প্যাটেল।
বাংলাবার্তা/এআর