ছবি : সংগৃহীত
কলম্বিয়াকে ১-০ ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা।
সোমবার (১৫ জুলাই) মায়ামির হার্ড রক স্টেডিয়ামে কলম্বিয়াকে হারিয়েছে আর্জেন্টিনা। আর্জেন্টিনার জয়ের জন্য একমাত্র গোলটি করেন লাউতারো মার্টিনেজ।
খেলার প্রথমার্ধ, নির্ধারিত সময়ের ইতি, অতিরিক্ত সময়ের প্রথমার্ধে শেষের পর এসেছে লাউতারো মার্টিনেজ সেই গোল।
খেলার ৭৫তম মিনিটে বল জালে পাঠায় আর্জেন্টিনা। তালিয়াফিকোর দারুণ এক পাস বক্স থেকে লক্ষ্যভেদ করেন নিকো গনসালেস। তবে ততক্ষণে অফসাইডের বাঁশি বাজান রেফারি। ৭৯তম মিনিটে হামেস রদ্রিগেসের ফ্রিকিক থেকে আসা বল হেড নেন কুয়েস্তা। তবে সেটি ডান দিক দিয়ে চলে যায়। শেষদিকে বেশ কয়েকটি আক্রমণ সাজায় আলবেসিলেস্তেরা। তবে জালের দেখা আর পায়নি। পরে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
১১২তম মিনিটে গিয়ে ডেলক ভাঙেন লাউতারো। ডান দিক দিয়ে আক্রমণে গিয়ে বদলি হয়ে নামা লো সেলসো বল বাড়ান বক্সে, সেখান থেকে দারুণ এক শটে কলম্বিয়া গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালে বল পাঠান ইন্টার মিলান স্ট্রাইকার। আসরে এ নিয়ে ৫ গোল করেছেন তিনি।
৩ মিনিট পর দে পলের সঙ্গে সংঘর্ষে আর্জেন্টিনার ডি বক্সে জটলার মধ্যে হাতাহাতি শুরু হয়। রেফারি এসে সেটি থামিয়ে দেন। পরবর্তীতে আর কোনো গোল না হওয়ায় টানা দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকার শিরোপা জেতে আর্জেন্টিনা।
বাংলাবার্তা/এআর