ছবি : সংগৃহীত
আইসিসির হালনাগাদ টি-২০ র্যাংকিংয়ে সুখবর পেলেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র্যাংকিংয়ে চতুর্থ স্থানে উঠে এসেছেন তিনি। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো করতে না পারায় আসরের মাঝেই হারিয়েছিলেন র্যাংকিংয়ের শীর্ষস্থান।
টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র্যাংকিংয়ে এক থেকে নেমে গিয়েছিলেন ছয়ে। পরে এক ধাপ এগিয়ে ছিলেন পাঁচে। এবার সেখান থেকে আরও এক ধাপ উন্নতি হয়েছে তার।
৩৭ বছর বয়সী এই অলরাউন্ডার বর্তমানে খেলছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে (এমএলসি)। কিন্তু সেখানেও ভালো সময় কাটছে না তার। লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে এখন পর্যন্ত ৪ ম্যাচে ব্যাট হাতে ৬০ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছেন মাত্র ১ উইকেট।
অলরাউন্ডারদের র্যাংকিংয়ে সাকিব ছাড়াও উন্নতি হয়েছে মার্কাস স্টয়নিস (২), সিকান্দার রাজা (৩) ও মোহাম্মদ নবির (৫)। শীর্ষে আছেন কিছুদিন আগে শ্রীলঙ্কার সংক্ষিপ্ত সংস্করণের নেতৃত্ব ছেড়ে দেওয়া ওয়ানিন্দু হাসারাঙ্গা।
বাংলাবার্তা/এআর