ছবি : সংগৃহীত
নিজের অবসরের পর ইংল্যান্ড দলের বোলিং মেন্টর হিসেবে অ্যান্ডারসনকে নিয়োগ দেওয়া হয়েছে। কয়েক দিন আগেই দীর্ঘ দুই দশকেরও বেশি সময়ের টেস্ট ক্যারিয়ারের ইতি টেনেছেন ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন। তার অভিজ্ঞতাকে কাজে লাগাতেই এই সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।
তাই দলের বোলিং মেন্টর হিসেবে অ্যান্ডারসনকে নিয়োগ দিয়েছে তারা।
অ্যান্ডারসনের নতুন এই ভূমিকা নিয়ে উচ্ছ্বসিত ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস। তার মতে দলের নতুনরা অ্যান্ডারসনের থেকে শিখতে মরিয়া হয়ে আছে।
স্টোকস বলেছেন, শেষ কিছু দিন খুব ভালো ছিল। আপনার দেখতে পেয়েছেন, ছেলেরা তার কাছ থেকে শিখতে মরিয়া ছিল। অবশ্যই আগে এটা কিছুটা আলাদা ছিল। জিমি তার খেলার প্রস্তুতি নিতে ব্যস্ত থাকতো, তাকে তার কাজটা করতে দিয়ে যতটুকু সম্ভব তার কাছ থেকে নেওয়া যেত।
বাংলাবার্তা/এআর