ছবি : সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পরবর্তী বোর্ড সভা বাংলাদেশে অনুষ্ঠিত হবে।
২০১৪ সালের পর এটাই হবে বাংলাদেশে আইসিসির প্রথম বোর্ড সভা। লম্বা সময় বিরতি দেওয়ার পর এই সভায় নির্বাচনের আভাসই দেখছেন বিসিবি সভাপতি।
বিসিবি সভাপতি বলেন, ‘আইসিসির পরের বোর্ড মিটিং ঢাকায় হবে। এখানে নির্বাচনটাও হওয়ার কথা। নির্বাচন হওয়ার সম্ভাবনাই বেশি। অক্টোবরে বর্তমানে যিনি চেয়ারম্যান আছেন, তার শেষ বোর্ড মিটিং। আমাদের নির্বাচনি ইশতেহার দিয়ে দেওয়ার কথা। এটা এর মধ্যেই হয়ে যাওয়ার কথা।’
আগামী অক্টোবরে বাংলাদেশে হতে যাচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। ওই সময়ই বসবে আইসিসির বোর্ড সভা। ১৯৯৮ সালে মিনি বিশ্বকাপের সময় প্রথমবার ঢাকায় বসেছিল আইসিসি বোর্ড সভা। এরপর দ্বিতীয়বার আইসিসির সভা ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন করে বাংলাদেশ।
সম্প্রতি শ্রীলঙ্কার কলম্বোয় আইসিসির সর্বশেষ বোর্ড সভা হয়েছিল। সেখানে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে নানা আলোচনা হয়েছে।
আইসিসির বর্তমান চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন গ্রেগ বার্কলে। ২০২২ সালের নভেম্বরে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়েছিলেন তিনি। ২০২০ সালের একই সময়ে প্রথমবারের মতো আইসিসির এই দায়িত্ব হাতে নিয়েছিলেন বার্কলে।
বাংলাবার্তা/এআর