ছবি : সংগৃহীত
চুক্তি ছিল ৪ বছরের কিন্তু হঠাৎ ২ বছরের মাথায় ইংল্যান্ডের সীমিত ওভারের কোচের পদ থেকে সরে দাঁড়ালেন ম্যাথু মট।
মঙ্গলবার (৩০ জুলাই) বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।
৫০ বছর বয়সী মটের জায়গায় অন্তবর্তীকালীন হিসেবে দায়িত্ব পালন করবেন সহকারী কোচ মার্কাস ট্রেসকোথিক।
২০২২ সালে মে মাসে ইংল্যান্ডের সীমিত ওভারের কোচের দায়িত্ব নিয়েছিলে মট। দায়িত্ব নেওয়ার পরেই বেন স্টোকস-বাটলারদের সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপ জেতান তিনি। এরপর তার অধীনে বেশ কিছু দ্বিপক্ষীয় সিরিজে জিতেছে ইংলিশরা।
বাংলাবার্তা/এআর