ছবি : সংগৃহীত
ব্লাড ক্যান্সারের কাছে হার মেনে না ফেরার দেশে ভারতের সাবেক ব্যাটার অংশুমান গায়কোয়াড়। দীর্ঘদিন ধরে মরণঘাতি এই রোগের সঙ্গে লড়াই করে ৭১ বছর বয়সে পরপারে পাড়ি জমিয়েছেন তিনি।
এর আগে গত জুন মাসে লন্ডনে চিকিৎসা নেওয়ার পর অবস্থার উন্নতি হলে ভারতে ফেরেন তিনি। কিন্তু কিছুদিন আগে আবারো অসুস্থ হলে বরোদার হাসপাতালে ভর্তি করানো হয় তাকে।
এই হাসপাতালেই নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) থাকা অবস্থায় ইহলোকের মায়া ত্যাগ করেন। অংশুমানের চিকিৎসার জন্যই কিছুদিন আগে কপিল দেব ও সন্দ্বীপ পাতিলের অনুরোধে ১ কোটি ভারতীয় রুপি দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
জলান্ধরে জন্ম নেওয়া অংশুমান ১৯৭৫ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত ভারতের হয়ে খেলেন। এ সময় ৪০ টেস্ট ও ১৫ ওয়ানডে খেলেছেন তিনি।
বাংলাবার্তা/এআর