সংগৃহীত ছবি
খেলোয়াড়দের জার্সি নিলামে তোলা পিএসজির জন্য নতুন কিছু নয়। ফরাসি ক্লাবটির সমর্থকদের মধ্যে জার্সির চাহিদা প্রচুর। আর এই সুযোগটাই কাজে লাগাচ্ছে পিএসজি। ম্যাচে খেলোয়াড়দের পরা জার্সি নিলামে তোলে তারা।
সমর্থকরাও অবশ্য হতাশ করেন না তাদের। মোটা অঙ্কের টাকায় সমর্থকেরা কিনেও নেন নিলামে তোলা জার্সি। সমর্থকরা সরাসরি নিলামে অংশ নিতে পারেন। এবার বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা মেসির জার্সি নিয়ে মজেছেন পিএসজির সমর্থকেরা।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, মেসির জার্সি ছাড়াও আরও ১৭টি জার্সি নিলামে বিক্রি হয়েছে। বিশ্বকাপ জয়ের পর পিএসজিতে ফিরে প্রথম ম্যাচে অঁজের মুখোমুখি হয়েছিলেন মেসি। সে ম্যাচে মেসির পরা জার্সিটি এক চীনা ৪৯ লাখ ৯৬ হাজার টাকায় কিনেছেন।
এবার নিলামে উঠলো মেসির প্রীতি ম্যাচের জার্সি। সৌদি আরবে রিয়াদ অলস্টার দলের সঙ্গে প্রীতি ম্যাচে ৫-৪ গোলে জিতেছে পিএসজি। এ ম্যাচে মেসির যে জার্সি পরে খেলেছেন, সেটি নিয়ে ভক্তদের মাঝে দেখা দিয়েছে তুমুল আগ্রহ।
মেসির পরা সেই জার্সিও নিলামে তুলেছে পিএসজি। এখন পর্যন্ত সেই জার্সির দাম উঠেছে ৩০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩১ লাখ টাকা। পিএসজির এই নিলাম চলবে আরও ৮ দিন। একে তো আর্জেন্টাইন সুপারস্টারের ব্যবহৃত কস্টিউম, তার ওপর রোনালদো-মেসি মহারথের সাক্ষী সেটি। তাই মেসির জার্সির দাম আরও বাড়রব বলে সহজেই অনুমান করা যায়।