ফাইল ছবি
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরে এখন পর্যন্ত দুই পর্ব অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী পর্ব হয়েছিল ঢাকায়। জমজমাট লড়াই শেষে দ্বিতীয় পর্ব মাঠ গড়িয়েছিল বন্দরনগরী চট্টগ্রামে। সেখানেও দুর্দান্ত লড়াই উপহার দিয়ে বিপিএল আবারো ফিরেছে ঢাকায়।
বিপিএলের চলমান আসরের এখন পর্যন্ত ২০টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ঢাকার প্রথম পর্বে আটটি ও চট্টগ্রাম পর্বে ১২টি ম্যাচ অনুষ্ঠিত হয়। দুইদিনের বিরতির পর সোমবার (২৩ জানুয়ারি) থেকে ফের মাঠে গড়াবে ঢাকার দ্বিতীয় পর্ব।
হোম অব ক্রিকেট খ্যাত মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আগামী ২৩ এবং ২৪ জানুয়ারি মোট চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর মাঝে আবারো দুইদিন বিরতি। পরের অংশে বিপিএল যাবে সিলেটে।
বিপিএলের সিলেট পর্ব হবে মোট চার দিনের। এই চারদিনে আটটি ম্যাচ অনুষ্ঠিত হবে। খেলাগুলো হবে ২৭, ২৮, ৩০ এবং ৩১ জানুয়ারি। এরপর আবারো দুইদিন বিরতি দিয়ে ৩ ফেব্রুয়ারি ফের মিরপুরে ফিরবে বিপিএল। এটি ঢাকায় তৃতীয় ও শেষ পর্ব।
লিগ পর্বের পরবর্তী সবগুলো ম্যাচ এবং নক-আউট পর্ব অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলায়। ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে নক-আউট পর্ব এবং ১৬ ফেব্রুয়ারি ফাইনালের মাধ্যমে শেষ হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের নবম আসর।
চট্টগ্রাম পর্ব শেষে ছয় ম্যাচে ৫ জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে সিলেট স্ট্রাইকার্স। সমান জয় নিয়ে দুই নম্বরে আছে ফরচুন বরিশাল। তিনে আছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা। ৬ ম্যাচে তাদের জয় তিনটি। চারে আছে খুলনা টাইগার্স।