ছবি : সংগৃহীত
ফের সাফ চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ। এটি টানা দ্বিতীয়বার। গত সাফ আসরে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ নারী ফুটবল দল। প্রথমবারের মতো এবারও বাঘিনীদের বীরোচিত সংবর্ধনা দেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তাই ছাদখোলা বাস প্রস্তুত করা হয়েছে। এবারও বিজয়ীদের চাওয়া ছিল এমনটাই।
বাফুফে সূত্রে জানা গেছে, সাফজয়ী কন্যাদের বরণ করতে ছাদখোলা বাসের ব্যবস্থা করা হয়েছে। অন্যান্য প্রস্তুতিও চলছে। গতবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) বাসের ছাদ খুলে ‘ছাদখোলা’ বাসে রূপান্তর করা হয়। এবাও একই ব্যবস্থা রাখা হয়েছে।
সরেজমিনে দেখা যায়, ছাদখোলা বাসের প্রস্তুতি প্রায় শেষ। আজ ( বৃহস্পতিবার) ভোরে বাসের প্রস্তুত করার কাজ শুরু হয়।
আজ দুপুরে দেশের মাটিতে পা রাখবেন সোনার মেয়েরা। রাজধানীতে ট্রফি হাতে বাঘিনীদের উল্লাসে শরীক হবেন ফুটবলপ্রেমিরা।
বাংলাবার্তা/এমআর