ছবি : সংগৃহীত
রাজধানী মিরপুর ১৪ নম্বরে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে আগুন দিয়েছেন পোশাক শ্রমিকরা।
আজ (বৃহস্পতিবার) সকালে কচুক্ষেত এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, সকাল ৮টায় ‘গার্মেন্ট ক্রিয়েটিভ ডিজাইনার্স লিমিটেড’র শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এসময় তারা আশপাশে অন্য পোশাক কারখানায় ভাঙচুরের চেষ্টা চালান। খবর পেয়ে সেনাবাহিনী তাদের বাধা দেয়। এক পর্যায়ে তারা সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে আগুন দেয়।
আরও জানা যায়, সেনাবাহিনী বিক্ষুব্ধদের সরিয়ে দিতে ফাঁকা গুলি ছুড়েছে। এসময় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে পথচারী, গাড়ির চালক ও যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম মোস্তফা।