ছবি : সংগৃহীত
সিরিজের প্রথম ম্যাচে বাজেভাবে হেরেছে শান্তরা। আজ আফগানিস্তানের বিপক্ষে টাইগারদের সিরিজ বাঁচানোর দ্বিতীয় ওয়নাডে। বাংলাদেশ ক্রিকেট দল শারজাহ স্টেডিয়ামে বিকাল চাটায় এই ম্যাচ খেলতে নামবে।
ব্যাটারদের ব্যর্থতায় সিরিজের প্রথম ওয়ানডে ৯২ রানে হার দেখে বাংলাদেশ। ব্যাটিং বিপর্যয়ের কারণে মাত্র ২৩ রানে শেষ ৮টি উইকেট হারাতে হয়।
বাংলাদেশের এমন ব্যাটিং বিপর্যয় নতুন কিছু না। কিন্তু এমন চিত্র দিন-দিন দীর্ঘ হচ্ছে। এই অবস্থা থেকে ঘুড়ে দাঁড়াবে বলে বিশ্বাস করেন না দেশের ক্রিকেটপ্রেমিরা।
প্রথম ম্যাচে হার মানসিক বিপর্যয়ের জন্য হয়নি বলে মনে করেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।
সিরিজের প্রথম ম্যাচ হেরে যাবার পরও, আফগানিস্তানের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে বাংলাদেশ। ১৭টি ম্যাচের মধ্যে ১০টি জয়ী এবং ৭টিতে হেরেছে টাইগাররা।
গত বছরের জুলাইয়ের আফগানিস্তানের কাছে ২-১ ব্যবধানে প্রথমবারের মত ওয়ানডে সিরিজ হেরেছিল বাংলাদেশ। ওই হারের আগ পর্যন্ত দ্বিপাক্ষিক সিরিজে আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত রেকর্ড ছিল টাইগারদের।
দ্বিতীয় ম্যাচে চাপে থাকবে বাংলাদেশ। কারণ এ ম্যাচও হেরে গেলে আফগানদের কাছে টানা দ্বিতীয়বারের মত সিরিজ হারবে টাইগাররা।
এরই মধ্যে দলে যোগ দিয়েছেন বাঁ- হাতি স্পিনার নাসুম আহমেদ ও পেসার নাহিদ রানা। তারা ভিসা জটিলতায় সফরের শুরু থেকে দলের সঙ্গে থাকতে পারেননি।
আর ইনজুরিতে ছিটকে যাওয়া মুশফিকের বদলি এখনো জানা যায়নি। অবশ্য তার জায়গায় পরিবর্তন হবে। ‘বাঁচা-মরার’ ম্যাচে টাইগার একাদশে এক বা দুটি পরিবর্তন আসতে পারে।
বাংলাদেশ দল: অধিনায়ক নাজমুল হোসেন শান্ত , সহ-অধিনায়ক মেহেদি হাসান মিরাজ, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাহিদ রানা।
বাংলাবার্তা/এমআর