ছবি : সংগৃহীত
বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ২-১ ব্যবধানে প্যারাগুয়ের কাছে হারল আর্জেন্টিনা। যদিও ম্যাচের শুরুতেই গোল করে লিড নিয়েছিল লিওনেল মেসিরা। আসরে এটি তাদের তৃতীয় হার। ম্যাচটিতে রেফারির দায়িত্ব পালন করেন ব্রাজিলিয়ান অ্যান্ডারসন দারোঙ্কো। মাঠে তার কিছু বিতর্কিত সিদ্ধান্ত লক্ষ্য করা গেছে।
খেলার ৩৩ মিনিটে ফাউলের জন্য প্যারাগুয়ে ডিফেন্ডার ওমর আলদেরেতে হলুদ কার্ড দেখেন। কিন্তু ভুল থেকে শিক্ষা নেননি এই প্লেয়ার। এর ঠিক মিনিট চারেক পর ফের ফাউল করে বসেন। এবার ফাউলের শিকার আর্জেন্টিনার প্রাণভ্রমরা লিওনেল মেসি। এ সময় মেসির সতীর্থরা জোরালো দাবি জানালেও দ্বিতীয় কার্ড (হলুদ বা লাল) দেখাননি ব্রাজিলিয়ান রেফারি। মেসি ব্যাপারটি একেবারেই ভালোভাবে নেননি। তিনি বিরতির সময় মাঠেই রাগ ঝাড়েন।
৩৭ মিনিটে লিওনেল মেসি আক্রমণে যাওয়ার সময় বাজেভাবে ফাউল করে ফেলে দেন আলদেরেতা। ব্রাজিলিয়ান দারোঙ্কো তখনও তাকে কার্ড দেখাননি। মোট দুটি হলুদ কার্ডের ফলে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হতো হেতাফে সেন্টার ব্যাককে। কিন্তু সেটি না হওয়ায় দারোঙ্কো মাঠেই বিষোদ্গারের শিকার হন। বিরতির সময় নিকোলাস ওতামেন্দিকে সঙ্গে নিয়ে মাঠেই তার ওপর ক্ষোভ ঝাড়েন মেসি। আঙুল তুলে কিছু একটা বলতে দেখা গেছে লিওনেল মেসিকে।
এদিকে, ম্যাচের শুরুতেই দারুণ ছন্দে চলে আর্জেন্টিয়ার খেলা। গোলের জন্য মেসিদের মরিয়া ভাব দেখে মনে হচ্ছিল এই ম্যাচে অন্তত ৩-৪টি গোল করছে যাচ্ছে আলবিসেলেস্তেরা। অবশ্য গোলের দেখা পেতে খুব সময়ও লাগেনি। ম্যাচের ১১ মিনিটে দারুণ এক গোল করে বসেন লাউতারো মার্তিনেজ।
এই গোলও ছিল অন্যমাত্রায় উত্তেজনা। লাইন্সম্যান শুরুতে অফসাইড দিয়েছিলেন। পরে ভিএআরের সাহায্যে গোলের সিদ্ধান্ত নেন রেফারি।
দুঃখ হচ্ছে, লিড মাত্র আট মিনিট ধরে রাখতে পেরেছিল আর্জেন্টিনা। খেলার ১৯তম মিনিটে সমতায় ফেরে প্যারাগুয়ে।
আন্তোনিও সানাব্রিয়ার বাইসাইকেল কিকে সমতায় ফেরে প্যারাগুয়ে। এরপর ওমর আলদেরেতের গোলে নিশ্চিত হয় জয়।
২৫তম মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল আর্জেন্টিনার সামনে। মোলিনার ক্রসে বল পেয়ে শট লক্ষ্যে রাখতে পারেননি মেসি।
বিরতি থেকে ফিরেই ম্যাচে এগিয়ে যায় প্যারাগুয়ে। ৪৭তম মিনিটে গোমেসের ফ্রি কিকে ছুটে গিয়ে আলদেরেতে ডাইভিং হেডে বল জালে জড়ান।
প্যারাগুয়ের কাছে হারার পরেও পয়েন্ট টেবিলের শীর্ষে আর্জেন্টিনা। আর ভেনেজুয়েলার সাথে ১-১ গোলে ড্র করে তিনে ব্রাজিল।
বাংলাবার্তা/এমআর