ছবি : সংগৃহীত
আইপিএল শুরুর সূচি ঘোষণায় চমক দেখালো ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড-বিসিসিআই। বোর্ড একসঙ্গে তিনটি আইপিএল আসরের শুরুর সূচি জানিয়েছে। এই সূচি অনুযায়ী, আসন্ন আইপিএল শুরু হবে আসছে বছরের ১৪ মার্চ।
২০২৫ আসরের নিলাম হবে সৌদি আরবে। চলতি নভেম্বর ২৪ ও ২৫ তারিখে এই নিলাম অনুষ্ঠিত হবে। এতে নাম লিখিয়েছেন ক্রিকেট বিশ্বের বড় বড় তারকা। আছেন বিশ্ব ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র বাংলাদেশের সাকিব আল হাসান।
আসন্ন আইপিএলে বিদেশি প্লেয়াররা পুরো মৌসুমে থাকতে পারবেন কি-না, সেই বিষয়ে সংশ্লিষ্ট ক্রিকেট বোর্ডগুলোকে চিঠি দিয়েছে। বিসিসিআই।
সাকিব আল হাসান বাদে বাংলাদেশের কোনো খেলোয়াড়েরই আসরজুড়ে থাকার বিষয়ে বিসিসিআইকে কোনো নিশ্চয়তা দেয়নি বিসিবি। আইপিএলের আগামী ৩ মৌসুমের সবকটি ম্যাচ খেলার ব্যাপারে নিশ্চয়তা দিয়েছেন সাকিব। বাংলাদেশি এই অলরাউন্ডারের মতোই আইপিএলের জন্য নিজেকে পুরোপুরি ফাঁকা রাখছেন অস্ট্রেলিয়া, আফগানিস্তান, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও জিম্বাবুয়ের বেশিরভাগ ক্রিকেটার।
আইপিএলের তিনটি সূচি
- ২০২৫ আসর ১৪ মার্চ হতে ২৫ মে।
- ২০২৬ আসর ১৫ মার্চ হতে ৩১ মে।
- ২০২৭ আসর মার্চ হতে ৩০ মে।
বাংলাবার্তা/এমআর