ফটো কোলাজ: বাংলাবার্তা
সময়টা ১৫ বছর। বড্ড বেশি সময়। এই সময়ের মধ্যে রিয়াল মাদ্রিদকে কোনো ম্যাচেই হারাতে পারেনি ইংলিশ ক্লাব লিভারপুল। কিন্তু সেই অধরা জয়কেই বুধবার (২৭ নভেম্বর) রাতে স্পর্শ করল ইংলিশ ক্লাবটি। নিজেদের মাঠে রিয়ালকে হারিয়েছে দাপট দেখিয়েই। জয় এসেছে ২-০ গোলের ব্যবধানে।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে পেনাল্টি থেকে গোল করার সুযোগ পেয়েছিল দু-দলই। কিন্তু কেউ কাজে লাগাতে পারেনি। কিলিয়ান এমবাপে ও মোহাম্মদ সালাহ পিনাল্টি মিস করেছেন।
ম্যাচের শুরু থেকেই এমবাপের রিয়ালকে চেয়ে ধরেছিল লিভারপুল। সালাহদের রক্ষণভাগে পুরো ম্যাচেই হিমশিম খেয়েছে রিয়াল। আর রিয়ালের রক্ষণভাগের জাল ছিড়ে গোলবারের জালে দুইবার বল জড়িয়েছে লিভারপুল। পুরো ম্যাচেই ছিল দলটির আধিপত্য। যদিও খেলার প্রথম অর্ধে গোল বঞ্চিত ছিল ইংলিশ ক্লাবটি।
বিরতির পর কাঙ্কিত সেই গোলের দেখা পায় তারা। সেটাও দুইবার। তাতে ১৫ বছর পর রিয়ালকে হারানোর স্বাদ নেয় লিভারপুল। একই সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগে শতভাগ জয়ের ধারা ধরে রাখল আর্না স্লটের দল।
এরপর ৭৬ মিনিটে ব্যবধান বাড়ান হাকপো। রবার্টসনের ক্রসে বক্সে লাফিয়ে হেডে বল জালে পাঠান এই ডাচ ফরোয়ার্ড।
এই জয়ের আগে সর্বশেষ ২০০৯ সালে চ্যাম্পিয়ন্স লিগে ৪-০ গোলে জিতেছিল তারা।
বাংলাবার্তা/এমআর