ছবি : সংগৃহীত
ইয়র্কারে ভাঙল স্ট্যাম্প; এতেই ভাঙল টাইগারদের টানা হারের বৃত্ত। দীর্ঘ ১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজে টেস্ট জয়ের স্বাদ নিল বাংলাদেশ। ক্যারিবিয়ানদের ১৮৫ রানে অলআউট করে টাইগাররা জ্যামাইকা টেস্ট জিতে নিল ১০১ রানে।
দুই টেস্ট ম্যাচের সিরিজে ১-১ সমতায় শেষ করল মিরাজ মমিনুলরা। সেই সঙ্গে জয় দিয়েই ২০২৪ সালের টেস্ট অভিযানের সমাপ্তি করল বাংলাদেশ।
দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশ প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছিল ২০১ রানের ব্যবধানে। এবার দ্বিতীয় ম্যাচে জ্যামাইকাতে টাইগাররা ১০১ রানের জয় পেল। চতুর্থ দিনে ওয়েস্ট ইন্ডিজকে ২৮৭ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দেওয়ার পরই মনে হচ্ছিল, কিছু একটা হবে। শেষমেশ তা হয়েছেও। দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ গুটিয়ে গেছে ১৮৫ রানে। ম্যাচটা ১০১ রানে জিতে নিল বাংলাদেশ।
চা বিরতির পর ৪ উইকেটে ১৩৩ রান নিয়ে খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। ক্রিজে গেড়ে বসা কাভেম হজকে ফিফটির পর ফেরান তাইজুল ইসলাম। ৭৫ বলে ৫৫ রান করে বিদায় নেন হজ। এর কিছুক্ষণ পর জাস্টিভ গ্রেইভসকে তুলে নেন তাসকিন। ৪৫ বলে ২০ রান করে বিদায় নেন গ্রেইভস।
বাকি উইকেটগুলো পড়ে দ্রুতই। জশুয়া ডি সিলভাকে ফেরান তাইজুল। পরে হাসান মাহমুদের জোড়া শিকার কেমার রোচ ও আলজারি জোসেফ। আর ৫০তম ওভারের শেষ বলে শামার জোসেফকে আউট করলেন এই ম্যাচের স্টারবয় নাহিদ রানা।
১৮৫ রানে শেষ ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। বাংলাদেশ পেল ১০১ রানের জয়। ১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট জিতল বাংলাদেশ।
বাংলাদেশের হয়ে ৫ উইকেট শিকার করেছেন তাইজুল ইসলাম। দুটি করে উইকেট নেন তাসকিন ও হাসান। একটি উইকেট তুলেছেন নাহিদ রানা।
এনএজে/ওএফ
বাংলাবার্তা/এমআর