ছবি : সংগৃহীত
পাকিস্তানের তারকা পেসার মোহাম্মদ আমিরকে আর বাইশ গজে দেখা যাবে না। তিনি সব ধরনের ক্রিকেট থেকে অবসরে যাওয়ার ঘোষণা করেছেন। এর আগে ইমাদ ওয়াসিমের অবসরের খবরও জানা যায়।
এআরওয়াই নিউজ বলছে, আমির টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকে অবসর নিচ্ছেন। তিনি জাতীয় দলের হয়ে খেলার সময়কে গৌরবময় অধ্যায় হিসেবে উল্লেখ করেছেন।
অবসর ঘোষণা দিয়ে আমির বলেন, ‘৩ ফরম্যাটে পাকিস্তানের প্রতিনিধিত্ব করা আমার জন্য বড় সম্মানের ছিল। জানি, সিদ্ধান্তটা কঠিন, তবে এটি সঠিক সময়। পরবর্তী প্রজন্ম দায়িত্ব নিয়ে দেশের ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে।’
তিনি আরও বলেন, ‘আমি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাই, যারা সবসময় আমাকে প্রয়োজনীয় সমর্থন দিয়ে এসেছে। আমি আশা করি, দল আরও সাফল্য অর্জন করবে। পাশাপাশি, আমার ক্যারিয়ারে আমাকে সমর্থন করার জন্য পাকিস্তানের সকল ভক্তদের প্রতিও আমি কৃতজ্ঞ।’
এটি অবশ্য আমিরের দ্বিতীয়বারের মতো অবসরের সিদ্ধান্ত। গত বছর সব ধরনের ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিয়েছিলেন তিনি। চলতি বছরের শুরুর দিকে আবার সিদ্ধান্ত থেকে সরে টি-টোয়েন্টি বিশ্বকাপও খেলেছিলেন।