ছবি : সংগৃহীত
মেলবোর্নে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্ট উত্তাপ ছড়াচ্ছে ক্রিকেট দুনিয়ায়। শুরুর দিনেই অভিষিক্ত স্যাম কনস্টাসকে ইচ্ছা করে ধাক্কা মারেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি। এ নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে বিভিন্ন মাধ্যমে।
শেষ পর্যন্ত শাস্তিও পেয়েছেন কোহলি। তার ম্যাচ ফি’র ২০ শতাংশ কেটে নেওয়া হয়েছে। পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে তাকে। এবার শাস্তি পেতে পারেন কনস্টাসও। তবে কোহলির সঙ্গে ধাক্কাধাক্কির জন্য নয়, অন্য একটি ভুল করেছেন ১৯ বছর বয়সী এই ক্রিকেটার।
অভিষেক টেস্টে ৬৫ বলে ৬০ রান করে নজর কেড়েছেন কনস্টাস। তার মধ্যে বুমরার এক ওভারে ১৮ রান নিয়েছেন তিনি। একের পর এক ‘র্যাম্প’ শট ও ‘রিভার্স স্কুপ’ খেলেছেন। কিন্তু আউট হওয়ার পরেই একটি ভুল করে বসেছেন। আউট হওয়ার পরে তাকে দেখা যায়, গ্যালারির কাছে গিয়ে দর্শকদের সঙ্গে সেল্ফি তুলছেন। সইও বিলিয়েছেন। সেখানেই ভুল করেছেন কনস্টাস।
আইসিসির নিয়ম অনুযায়ী, অনুমতি না নিয়ে খেলা চলাকালীন কোনো ক্রিকেটার নির্দিষ্ট স্থান ত্যাগ করতে পারবেন না। নিয়মে বলা হয়েছে, ক্রিকেটার ও ম্যাচ অফিসিয়ালদের কেউ নির্দিষ্ট এলাকার বাইরে যেতে হলে অ্যান্টি-কোরাপশান ম্যানেজার বা দুর্নীতি দমন আধিকারিকের কাছ থেকে অনুমতি নিতে হবে।
বাংলাবার্তা/এমআর