
শহীদ আফ্রিদি
দীর্ঘ ২৯ বছর পর এবার আইসিসির কোনও ইভেন্ট আয়োজন করলো পাকিস্তান। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটি ম্যাচও না জেতার আক্ষেপ নিয়েই টুর্নামেন্ট থেকে বাদ পরে তারা। যে কারণে নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছে দেশটির ক্রিকেট বোর্ড। এর মধ্যেই পিসিবির চেয়ারম্যানকে নিয়ে বিস্ফোরক এক মন্তব্য করেছেন দেশেটির সাবেক কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদি।
পাকিস্তানের সামা টিভিকে শহীদ আফ্রিদি বলেছেন, ‘কয়েক দিন আগে লাহোরে আমি চেয়ারম্যান সাহেবের সঙ্গে দেখা করেছি। গাদ্দাফি স্টেডিয়ামের বিষয়ে যে উদ্যোগ নেয়া হয়েছে, তা সুন্দর এবং বেশ ভালো। সে কাজ করেছে, এবং সে আরও কাজ করতে চায়।’
আফ্রিদির আরও বলেন, ‘সে (মহসিন নাকভি) ক্রিকেট সম্পর্কে কিছুই বোঝে না। যখন তুমি ক্রিকেট সম্পর্কে জানো না, তখন তোমার উচিৎ ভালো, টেকনিক্যাল মানুষদের সঙ্গে কাজ করা যাদের খেলাধূলার সঙ্গে সম্পর্ক আছে।’
গত কয়েক বছর ধরে, পাকিস্তান ক্রিকেটে বেশ কিছু পবিবর্তন এসেছে। একের পর এক কোচ পদত্যাগ করেছেন, অধিনায়কত্ব এক জনের কাছ থেকে চলে গেছে আরেক জনের কাছে। আফ্রিদি মনে করেন, পাকিস্তান ক্রিকেট বোর্ডে অভিজ্ঞ এবং পেশাদারদের অভাব রয়েছে। যে কারণে সিনিয়র দলের পারফরম্যান্সের অবনতি ঘটছে। দেশের ঘরোয়া ক্রিকেট কাঠামো শক্তিশালী করার প্রয়োজনীয়তাও দেখছেন আফ্রিদি।
‘নির্বাচক কমিটি এবং পরিচালক যারা আছেন, তারা কেউ ক্রিকেট বোঝে না, তারা সবাই আমলা। ক্রিকেটের সাথে তাদের সম্পর্ক কি? কেন তারা নির্বাচক কমিটির চেয়ারে বসে আছে? কেন তারা ঘরোয়া ক্রিকেট ব্যবস্থা চালাচ্ছে?’
আফ্রিদি আরও বলেন, ‘সবাই পাকিস্তান দলকে দেখছে। তোমার উচিৎ ঘরোয়া ক্রিকেট কাঠামো শক্তিশালী করা। অভিবাবক যদি ভালো হয়, তাহলে বাচ্চারা আপনাআপনি ভালো হবে।’
মহসিন নাকভি পাকিস্তান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী। গত বছর তিনি পিসিবি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। এর আগে পাঞ্জাবের প্রাক্তন তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রীও ছিলেন তিনি। তার অধীনে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেও বিদায় নিয়েছিলো পাকিস্তান।
বাংলাবার্তা/এমএইচ