
ফাইল ছবি
আসন্ন হোম সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে মাঠে নামবে বাংলাদেশ। অভিজ্ঞ ক্রিকেটারদের বিশ্রাম দিয়ে তরুণদের সুযোগ দেওয়ার সম্ভাবনা থাকলেও, টেস্ট দলে থাকছেন মুশফিকুর রহিম।
শনিবার বিসিবির ইফতার আয়োজনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। তিনি বলেন, “টেস্ট ক্রিকেটে কাউকেই হালকাভাবে নেওয়া যায় না। জিম্বাবুয়ের পেস আক্রমণ বেশ ভালো, এমনকি আফগানিস্তানের চেয়েও এগিয়ে। তাই প্রতিটি ম্যাচকেই গুরুত্ব দিতে হবে।”
আগামী মাসে সিলেট ও চট্টগ্রামে অনুষ্ঠিত হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু ও নির্বাচক আব্দুর রাজ্জাকের সঙ্গে আলোচনায় বসেন সালাহউদ্দিন। দল নিয়ে কিছু পরিবর্তনের সম্ভাবনা থাকলেও, মুশফিকুর রহিম এই সিরিজে খেলবেন বলে নিশ্চিত করা হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি ওয়ানডে থেকে বিদায় নিলেও টেস্টে খেলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন মুশফিক। এবার দেখার বিষয়, জিম্বাবুয়ের বিপক্ষে কতটা প্রভাব রাখতে পারেন এই অভিজ্ঞ ক্রিকেটার।
বাংলাবার্তা/এমএইচ