
ফাইল ছবি
আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ দুই ম্যাচের জন্য ৩৩ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। তবে চূড়ান্ত স্কোয়াডে জায়গা হারাতে পারেন বেশ কয়েকজন খেলোয়াড়।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস এবং সাংবাদিক গাস্তন এদুল জানিয়েছেন, ম্যানচেস্টার ইউনাইটেডের তরুণ তারকা আলেহান্দ্রো গারনাচো এবং মিডফিল্ডার জিওভানি লো সেলসো বাদ পড়তে পারেন। গারনাচোর সাম্প্রতিক পারফরম্যান্স আশানুরূপ না হওয়ায় তাকে স্কোয়াড থেকে ছেঁটে ফেলার সম্ভাবনা রয়েছে। আর টটেনহ্যামের লো সেলসো ইনজুরির কারণে দলে জায়গা হারাচ্ছেন।
এছাড়া, গ্রিক ক্লাব অলিম্পিয়াকোসের লেফটব্যাক ফ্রান্সিসকো ওর্তেগাও বাদ পড়েছেন। তবে নতুন মুখ হিসেবে জায়গা ধরে রেখেছেন সান্তিয়াগো কাস্ত্রো।
এদিকে, ‘নতুন মেসি’ হিসেবে পরিচিত ক্লদিও এচেভেরিওরও বাদ পড়ার গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও স্কালোনি এখনও আনুষ্ঠানিকভাবে কোনো বাদ পড়ার তালিকা প্রকাশ করেননি।
সব মিলিয়ে, চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগেই আর্জেন্টিনা শিবিরে বেশ কিছু পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এখন দেখার বিষয়, স্কালোনির শেষ সিদ্ধান্ত কী হয়!
বাংলাবার্তা/এমএইচ