
ফাইল ছবি
চলতি মৌসুমে প্রিমিয়ার লিগ শিরোপার আশা ছেড়ে দিয়েছেন পেপ গার্দিওলা। না দিয়ে উপায়ও নেই। কারণ ২৯ ম্যাচ শেষে টেবিল টপার লিভারপুলের চেয়ে ২২ পয়েন্ট পিছিয়ে আছে গার্দিওলার সিটিজেনরা। লিগের আশা ছেড়ে এখন আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের টিকিটকেই পাখির চোখ করেছেন এই স্প্যানিশ কোচ।
কিন্তু সে লক্ষ্যপূরণ করাও মোটেই সহজ নয়। শনিবার রাতে নিজেদের মাঠে ব্রাইটনের সঙ্গে ২-২ গোলে ড্র করে পয়েন্ট টেবিলে চার নম্বরে ওঠার সুযোগ হারিয়েছে তারা। এখনো ৫ নম্বরে রয়েছে ম্যানসিটি। তবে বাকি ৯ ম্যাচে পয়েন্ট হারালে আরও পিছিয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।
এমন পরিস্থিতিতে লিগের বাকি ৯ ম্যাচকেই ফাইনাল হিসেবে দেখছেন গার্দিওলা। সিটি কোচ বলছেন, ‘শেষ পর্যন্ত সুযোগ আছে আমি মনে করি। আর বাকি ৯টি ম্যাচ। এই ৯টিই আমাদের জন্য ফাইনাল।’
ব্রাইটনের বিপক্ষে ম্যাচ শেষে গার্দিওলা বলেন, ‘আমি সব সময়ই আশাবাদী। আমি হলাম শিক্ষক। ফলে আমি সব সময়ই সবকিছুতে ইতিবাচক কিছু খুঁজে বের করার চেষ্টা করি। তবে আমি জানি, বিষয়টা খুব কঠিন।’
লিগে শেষ ৯ ম্যাচে অবশ্য ম্যানচেস্টার সিটির জন্য কঠিন চ্যালেঞ্জ কমই আছে। শুধু আগামী ৬ এপ্রিল ম্যানচেস্টার ডার্বিতে ইউনাইটেডের বিপক্ষে ম্যাচটি চ্যালেঞ্জিং হতে পারে। লিগে ইউনাইটেডের ফর্ম তলানিতে থাকলেও ম্যানচেস্টার ডার্বিতে বরাবরই সিটিজেনদের চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় রেড ডেভিলরা।
বাংলাবার্তা/এমএইচ