
সংগৃহীত
বাংলাদেশ ফুটবল দলের জন্য এসেছে একসঙ্গে তিনটি দুঃসংবাদ। ভারতের বিপক্ষে ম্যাচের পরিকল্পনায় থাকলেও ইতালি থেকে আসা ফুটবলার ফাহমিদুল ইসলাম আপাতত জাতীয় দলে জায়গা পাচ্ছেন না। এছাড়া ইনজুরির কারণে দলের বাইরে চলে গেছেন সুশান্ত ত্রিপুরা ও পাপন সিংহ।
সৌদি আরবে প্রস্তুতি ক্যাম্প শেষে আজ (মঙ্গলবার) সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকায় ফিরে বাংলাদেশ দল। তবে দলের সঙ্গে ছিলেন না ফাহমিদুল ইসলাম। ইতালির ক্লাব ওলবিয়া কালসিও-তে খেলা এই তরুণ ফুটবলার ফিরে গেছেন ইতালিতে।
দলের ম্যানেজার আমের খান জানান, ‘ফাহমিদুল আপাতত দলের সঙ্গে নেই। তার বয়স কম, এখনও জাতীয় দলের জন্য পুরোপুরি প্রস্তুত নয়। তাকে আরও সময় দিতে হবে।’ তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তাকে রাডারে রেখেছে এবং ভবিষ্যতে তাকে নিয়ে পরিকল্পনা রয়েছে।
এদিকে, এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচের আগে আরও দুটি ধাক্কা খেল বাংলাদেশ দল। চোটের কারণে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ থেকে ছিটকে গেছেন সুশান্ত ত্রিপুরা ও পাপন সিংহ। আগামী ২৫ মার্চ ভারতের শিলংয়ে অনুষ্ঠিতব্য ম্যাচে তারা খেলতে পারবেন না।
জাতীয় দলে তরুণ প্রতিভাদের যোগ করা এবং ইনজুরি সমস্যা সামলানো—এই দুই চ্যালেঞ্জ এখন কোচ হাভিয়ের কাবরেরার সামনে। ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে দল কেমন পারফর্ম করে, সেটাই এখন দেখার বিষয়।
বাংলাবার্তা/এমএইচ