
সংগৃহীত
বাংলাদেশের মানুষের অফুরন্ত ভালোবাসায় সিক্ত ব্রিটিশ ফুটবলার হামজা চৌধুরী। সিলেটে পৌঁছানোর পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের অনুভূতি প্রকাশ করলেন এই মিডফিল্ডার। বিশেষ করে নিজের দুই সন্তানের ভবিষ্যৎ নিয়ে তার বড় একটি স্বপ্ন আছে—তারা যেন একদিন লাল-সবুজের জার্সি গায়ে মাঠে নামেন।
সাকিবের সঙ্গে তুলনায় আপত্তি হামজার
অনেকেই তাকে বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসানের সঙ্গে তুলনা করলেও হামজা সে বিষয়ে দ্বিমত পোষণ করেন। তিনি বলেন, "আমার মনে হয় না যে আমি সাকিবের পর্যায়ে পৌঁছাতে পেরেছি। তিনি দীর্ঘদিন ধরে বিশ্বমঞ্চে খেলছেন। তাই আমাদের তুলনা চলে না।"
বাংলাদেশের ভালোবাসায় মুগ্ধ হামজা
বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলার সোমবার যুক্তরাজ্য থেকে সিলেটে আসেন এবং পরে নিজের পৈতৃক নিবাস হবিগঞ্জের বাহুবলে যান। সেখানে মানুষের উষ্ণ ভালোবাসা পেয়ে অভিভূত হামজা বলেন, "আমার মনটা আনন্দে ভরে গেছে। এই ভালোবাসা অবিশ্বাস্য।" তিনি আরও বলেন, "আপনারা সবাই আমাকে দেখতে এসেছেন, এটা আমার জন্য খুবই আনন্দের। বাংলাদেশ জিন্দাবাদ!"
২৫ মার্চ বাংলাদেশের হয়ে অভিষেকের অপেক্ষা
আগামী ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে বাংলাদেশের হয়ে মাঠে নামার কথা হামজার। লাল-সবুজের জার্সিতে তার অভিষেক নিয়ে বেশ রোমাঞ্চিত এই ফুটবলার। তিনি বলেন, "অনুভূতিটা অসাধারণ। অনেকদিন পর বাংলাদেশে এলাম, রোমাঞ্চ বোধ করছি। আশা করি, জয় দিয়েই আমার পথচলা শুরু হবে।"
বাংলাদেশের ফুটবলপ্রেমীরা এখন তাকিয়ে আছেন হামজার অভিষেকের দিকে। তিনি কি পারবেন জাতীয় দলে নতুন যুগের সূচনা করতে? উত্তর মিলবে শিগগিরই!
বাংলাবার্তা/এমএইচ