
হামেস রদ্রিগেজ এবং লিওনেল মেসি
কোপা আমেরিকা ২০২৪ ফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। তবে এই জয়ের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন কলম্বিয়ার তারকা ফুটবলার হামেস রদ্রিগেজ।
সম্প্রতি ‘লস আমিগোস দে এডু’ নামের এক অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে রদ্রিগেজ অভিযোগ করেন, ফাইনালে রেফারি পক্ষপাতমূলক আচরণ করেছেন এবং আর্জেন্টিনাকে সহায়তা করেছেন। তার মতে, কলম্বিয়ার একটি স্পষ্ট পেনাল্টি দেওয়া হয়নি, যা ম্যাচের গতিপথ পাল্টে দিতে পারত।
২০২৪ সালের জুলাইয়ে ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচের দায়িত্বে ছিলেন ব্রাজিলিয়ান রেফারি রাফায়েল ক্লাউস। রদ্রিগেজের দাবি, তার কিছু সিদ্ধান্ত কলম্বিয়ার বিপক্ষে গেছে।
ফাইনালে টানা ২৮ ম্যাচ অপরাজিত থাকার আত্মবিশ্বাস নিয়ে মাঠে নেমেছিল কলম্বিয়া। নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্য থাকার পর অতিরিক্ত সময়ে ১১২ মিনিটে লাউতারো মার্তিনেজের একমাত্র গোলেই জয় পায় আর্জেন্টিনা। তবে কলম্বিয়ান মিডফিল্ডারের মতে, ম্যাচে বিতর্কিত সিদ্ধান্ত তাদের শিরোপা স্বপ্ন ভঙ্গ করেছে।
এ বিষয়ে এখনো কনমেবল, রেফারি ক্লাউস কিংবা আর্জেন্টিনার কোনো ফুটবলার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেননি। তবে রদ্রিগেজের মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে ফুটবল মহলে।
বাংলাবার্তা/এমএইচ