
সংগৃহীত
গ্রামের বাড়িতে সংক্ষিপ্ত সময় কাটিয়ে আবারও ঢাকায় ফিরলেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরী। দেশে আসার পর প্রথমে হবিগঞ্জের বাহুবলে নিজ গ্রামের বাড়িতে আত্মীয়-স্বজন ও ভক্তদের সঙ্গে সময় কাটান তিনি। তবে বিশ্রামের সময় খুব বেশি ছিল না, কারণ রাতেই ঢাকায় ফিরতে হয়েছে তাকে।
সিলেট থেকে রাত ৮টায় ফ্লাইটে ওঠেন হামজা, ঢাকায় পৌঁছান রাত ৯টার দিকে। বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বাফুফের কর্মকর্তারা, সঙ্গে ছিল কড়া পুলিশি নিরাপত্তা। সেখান থেকে সরাসরি টিম হোটেলে চলে যান তিনি।
ঢাকায় ফেরার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব ছিল জাতীয় দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরার সঙ্গে সাক্ষাৎ। রাত ১১টার দিকেই কোচের সঙ্গে দীর্ঘ আলোচনা সারেন শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার। ধারণা করা হচ্ছে, আলোচনায় জাতীয় দলে তার ভূমিকা, দলের কৌশল ও সামনের ম্যাচ পরিকল্পনা নিয়ে কথা হয়েছে।
এর আগে গ্রামে থাকার সময়ও ভক্তদের ভালোবাসায় সিক্ত হন হামজা। তাকে এক নজর দেখতে বহু মানুষ ভিড় করেন তার বাড়ির সামনে। সমর্থকদের ভালোবাসার প্রতিদান হিসেবে অসহায় ও দরিদ্রদের মাঝে নগদ অর্থ সহায়তা দেন তিনি। বিদায় নেওয়ার আগে বলেন, “আপনারা আমার জন্য ও আমার পরিবারের জন্য দোয়া করবেন।”
এদিকে, জাতীয় দলের সঙ্গে অনুশীলনে দ্রুত যোগ দেবেন হামজা চৌধুরী। কাবরেরার অধীনে আসন্ন ম্যাচগুলোতে তার পারফরম্যান্স দেখার অপেক্ষায় দেশের ফুটবলপ্রেমীরা।
বাংলাবার্তা/এমএইচ