
ফাইল ছবি
বিশ্বক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে বোলিংয়ের ওপর নিষেধাজ্ঞা থেকে মুক্তি দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। সম্প্রতি সাকিবের বোলিং অ্যাকশনের পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং তার পরীক্ষার ফলাফল সন্তোষজনক হওয়ায় নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।
সাকিব আল হাসান গত ৯ মার্চ ইংল্যান্ডের লাফবরো বিশ্ববিদ্যালয়ে তার বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন। এর পর, ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের মূল্যায়নে দেখা যায়, সাকিব তার বোলিং অ্যাকশন সংশোধন করেছেন। ফলে, ইসিবি তাদের সব ধরনের কাউন্টি ক্রিকেট এবং 'দ্য হান্ড্রেড' প্রতিযোগিতায় সাকিবের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে।
বিসিবির একটি বিবৃতিতে বলা হয়েছে, "সাকিব তার বোলিং অ্যাকশন সংশোধন করেছেন এবং ইসিবি তার নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। শিগগিরই ইসিবি এ বিষয়ে একটি বিস্তারিত মিডিয়া বিজ্ঞপ্তি প্রকাশ করবে।"
এর আগে, সাকিব বার্মিংহ্যাম এবং চেন্নাইতে বোলিং অ্যাকশনের পরীক্ষায় ব্যর্থ হয়েছিলেন। তবে চলতি মাসে, সাকিব সারের কোচ গ্যারেথ ব্যাটির সঙ্গে দীর্ঘ সময় কাজ করেছেন, যার ফলস্বরূপ বোলিং অ্যাকশন সংশোধিত হয়েছে।
নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ায় সাকিব এখন আর কোনো বাধা ছাড়াই বোলিং করতে পারবেন। তবে তিনি বর্তমানে জাতীয় দলের বাইরে থাকলেও, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অংশগ্রহণ করার সম্ভাবনা রয়েছে। এরপর তিনি জাতীয় দলের জার্সি গায়ে আর কিছুটা সময় খেলার ইচ্ছা পোষণ করতে পারেন, তবে দেশের ক্রিকেটে তার ভবিষ্যত নিয়ে কিছু প্রশ্ন থেকে যাচ্ছে।
এখন সাকিবের সামনে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে এবং ক্রিকেট বিশ্বে তার পুনঃপ্রবেশ নিশ্চিত হয়েছে।
বাংলাবার্তা/এমএইচ