
ছবি: সংগৃহীত
বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা নামছে দুইবারের বিশ্বকাপজয়ী উরুগুয়ের বিপক্ষে, তবে এই ম্যাচে থাকছেন না লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ ও পাউলো দিবালা। গুরুত্বপূর্ণ এই লড়াইয়ের আগে কিছুটা শক্তি হারালেও আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনির হাতে এখনো রয়েছে একাধিক বিকল্প।
শনিবার (বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টা) উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। তবে ম্যাচের আগের দিনও একাদশ নিয়ে পুরোপুরি সিদ্ধান্তে আসতে পারেননি স্কালোনি।
সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, "ফিফার সূচির সময় আমাদের সতর্ক থাকতে হয়। কিছু খেলোয়াড়কে হারানো বা চোট পাওয়া স্বাভাবিক। আমাদের ভাবতে হবে যেসব খেলোয়াড় এখনো আছে, তাদের নিয়ে এবং নতুন পরিকল্পনা তৈরি করতে হবে। ১৫ দিন আগে যা পরিকল্পনা করেছিলাম, সেটা এখন অপ্রয়োজনীয়।"
একাদশ নিয়ে প্রশ্নের জবাবে স্কালোনি বলেন, "আগামীকালের একাদশ ৯০ শতাংশ ঠিক হয়ে গেছে। অনুশীলনের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেব। তবে উরুগুয়ে কঠিন প্রতিপক্ষ, সেটা মাথায় রেখেই দল সাজাচ্ছি।"
কোচ এখনো সিদ্ধান্ত না নিলেও আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ অনুমান করেছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম বোলাভিআইপি। তাদের মতে, উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ হতে পারে—
গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ
ডিফেন্ডার: নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস তালিয়াফিকো
মিডফিল্ডার: রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক আলিস্টার, লিয়ান্দ্রো পারাদেস/গিলিয়ানো সিমিওনে
ফরোয়ার্ড: হুলিয়ান আলভারেজ, নিকোলাস গনসালেস
মেসি-লাউতারোর অনুপস্থিতি কি আর্জেন্টিনাকে ভোগাবে, নাকি স্কালোনির পরিকল্পনায় থাকবে নতুন কোনো চমক? সেটা জানা যাবে মাঠেই।
বাংলাবার্তা/এমএইচ