
ছবি: সংগৃহীত
বাংলাদেশের পেস তারকা তাসকিন আহমেদ একের পর এক ভালো খবর পাচ্ছেন। সম্প্রতি বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে একমাত্র ক্রিকেটার হিসেবে ‘এ+’ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন তিনি। এবার তাকে নিয়ে আগ্রহ প্রকাশ করেছে আইপিএলের দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস।
লক্ষ্ণৌ দলের একাধিক ভারতীয় পেসার বর্তমানে চোটের সমস্যায় ভুগছেন। বিশেষ করে মায়াঙ্ক যাদব অর্ধেক মৌসুমের জন্য ছিটকে যেতে পারেন, পাশাপাশি মহসিন খান, আকাশ দীপ ও আভেশ খান পুরোপুরি ফিট নন। এ কারণেই পেস আক্রমণে শক্তি বাড়াতে তাসকিনের সঙ্গে যোগাযোগ করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
শুক্রবার (২১ মার্চ) রাজধানীর এক হোটেলে ইফতার অনুষ্ঠানে গণমাধ্যমকে তাসকিন জানান, “লক্ষ্ণৌ সুপার জায়ান্টস আমার সঙ্গে যোগাযোগ করেছে। তারা জানতে চেয়েছে, যদি বদলি হিসেবে নিতে চায়, তাহলে আমি খেলতে পারব কি না এবং বিসিবি এনওসি দেবে কি না।”
তিনি আরও বলেন, “আমি তাদের জানিয়েছি, সুযোগ এলে বিসিবির পক্ষ থেকে কোনো সমস্যা হবে না।”
এবার বিসিবি আইপিএলে এনওসি দেওয়া নিয়ে কঠোর অবস্থানে নেই বলেও জানান এই ২৯ বছর বয়সী পেসার। “আমরা বোর্ডের সঙ্গে আলোচনা করেছি। তারা বলেছে, যদি কোনো সুযোগ আসে, এনওসি পেতে সমস্যা হবে না।”
এখন দেখার বিষয়, তাসকিন আহমেদ আদৌ লক্ষ্ণৌর হয়ে আইপিএলে খেলতে পারেন কি না। তবে বাংলাদেশের এই গতিতারকার জন্য এটা হতে পারে ক্যারিয়ারের নতুন এক দুয়ার।
বাংলাবার্তা/এমএইচ