
ছবি: সংগৃহীত
জাতীয় দলের সঙ্গে সম্পর্ক শেষ হওয়ার পর সাকিব আল হাসান এখন প্রকাশ্যে জুয়ার বিজ্ঞাপনে অংশ নিয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সম্প্রতি তার নাম নতুন কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত না করার পর সাকিবের এই পদক্ষেপটি ঘটেছে।
এর আগে ২০২২ সালে সাকিব এক ক্রীড়া নিউজসাইটের মাধ্যমে জুয়ার বিজ্ঞাপন করেছিলেন, যা তখন বিসিবির চুক্তিভুক্ত ক্রিকেটার হওয়ায় ব্যাপক সমালোচনার জন্ম দেয়। তখন সাকিব ভুল স্বীকার করে ওয়েবসাইটটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। তবে বর্তমানে পরিস্থিতি বদলেছে, এবং সাকিব এখন প্রকাশ্যে বেটিং সাইটের প্রচারে অংশ নিচ্ছেন। এই বিজ্ঞাপনের প্রোমো তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজেও শেয়ার করেছেন, যা নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে।
এটি বাংলাদেশের আইনে নিষিদ্ধ, যেখানে যেকোনো ধরনের জুয়া আইনত অবৈধ। সাকিবের এই পদক্ষেপটি বাংলাদেশের পাবলিক ফিগারদের জন্য একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে, কারণ এর আগে কোনো বড় তারকাকে এভাবে প্রকাশ্যে বেটিং সাইটের প্রচারে জড়াতে দেখা যায়নি।
এর সঙ্গে, সাকিব আল হাসান গত আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে রাজনৈতিকভাবে স্বেচ্ছা নির্বাসনে আছেন এবং জাতীয় দলের হয়ে তার ফেরার সম্ভাবনা খুবই কম।
বাংলাবার্তা/এমএইচ