
ছবি: সংগৃহীত
ক্রিকেটের ইতিহাসে উইকেটের পেছনে অনেক কিংবদন্তি এলেও, মহেন্দ্র সিং ধোনির নাম এখনও শীর্ষে। বয়স ৪৩ ছুঁয়েছে, কিন্তু তিনি এখনও ২২ গজে দুর্দান্ত।
দীর্ঘ ১০ মাস পর আইপিএলে ফিরে তিনি দেখিয়ে দিলেন, তার ক্ষীপ্রতা ও প্রতিক্রিয়া আগের মতোই তীক্ষ্ণ। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে সূর্যকুমার যাদব নূর আহমেদের বলে বড় শট খেলতে চেয়েছিলেন, কিন্তু ধোনি বিদ্যুৎগতিতে বল গ্লাভসে নিয়ে স্টাম্প ভেঙে দেন। রিপ্লে দেখালো, তার স্টাম্পিংয়ে সময় লেগেছে মাত্র ০.১২ সেকেন্ড!
গ্যালারি যেন ফিরে পেল পুরনো ধোনিকে। নূর আহমেদের জন্য এটি ছিল প্রথম উইকেট, কিন্তু মুহূর্তটি ছিল ধোনির। তিনি হয়তো নিয়মিত ক্রিকেট খেলেন না, তবে যখনই মাঠে নামেন, প্রমাণ করেন কেন তিনি সর্বকালের অন্যতম সেরা উইকেটকিপার। ধোনি মানেই চমক, ধোনি মানেই ইতিহাস।
বাংলাবার্তা/এমএইচ