
ছবি: সংগৃহীত
২০০৮ সালে কলকাতা নাইট রাইডার্সের যাত্রা শুরু করেছিলেন শাহরুখ খান ও জুহি চাওলা। ক্রিকেট নিয়ে দুজনেরই অভিজ্ঞতা কম ছিল, তবে দলকে সেরা করতে তারা কোনো আপস করেননি।
প্রথম দিকে শাহরুখের পরিকল্পনামাফিক কেকেআরের জার্সির রং হয় কালো ও সোনালি। তবে জুহি চাওলা এতে খুশি ছিলেন না। তার বিশ্বাস ছিল, কালো রং অশুভ এবং এটি দলের জন্য দুর্ভাগ্য আনতে পারে।
'লিভিং উইথ কেকেআর' তথ্যচিত্রে জুহির স্বামী জয় মেহতা জানান, দক্ষিণ আফ্রিকায় একবার কেকেআরের পরাজয়ের পর জুহি বলেন, দলের ব্যর্থতার জন্য কালো রংই দায়ী। প্রথমে শাহরুখ ও জয় এই ধারণা উড়িয়ে দেন। তবে জুহি নিজের সিদ্ধান্তে অনড় থাকেন।
জুহির দাবির পরিপ্রেক্ষিতে শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদলায় মালিকপক্ষ। কেকেআরের জার্সির রং বদলে ফেলা হয় বেগুনিতে। জুহির বিশ্বাস, রং পরিবর্তনের পর থেকেই কেকেআরের ভাগ্য ফিরতে শুরু করে।
আজ কেকেআর শুধু আইপিএলের একটি দল নয়, বরং সফলতার অন্যতম প্রতীক। আর এর পেছনে জুহির জেদের গল্প এক অনন্য অধ্যায় হয়ে রয়ে গেছে।
বাংলাবার্তা/এমএইচ