
ফাইল ছবি
বাংলাদেশ ক্রিকেটের তারকা ব্যাটসম্যান তামিম ইকবালের বর্তমান শারীরিক অবস্থা নিয়ে দেশের ক্রিকেটপ্রেমীদের কৌতূহল তুঙ্গে। সর্বশেষ খবর অনুযায়ী, তামিম এখন আগের চেয়ে ভালো আছেন। বিসিবির প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, তামিম চোখ খুলেছেন এবং সাড়া দিচ্ছেন।
চিকিৎসকদের সর্বশেষ আপডেট চিকিৎসক দেবাশীষ চৌধুরীর মতে, তামিম শুধু চোখই খুলেননি, বরং স্বাভাবিকভাবে কথাও বলেছেন। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পাশাপাশি চিকিৎসকদের সঙ্গেও তিনি কিছুক্ষণ কথা বলেছেন। তিনি নিজেই জানিয়েছেন যে আগের চেয়ে এখন ভালো অনুভব করছেন।
মাঠে অসুস্থ হওয়ার ঘটনা সোমবার (২৪ মার্চ) বিকেএসপির ৩ নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলতে নামেন তামিম ইকবাল। খেলার সময় হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ম্যাচ শুরুর আগে ফিল্ডিংয়ের জন্য নামার সময় তামিম জানান, তিনি ভালো অনুভব করছেন না। এরপর চেয়ারে বসে পড়েন এবং ব্যথার কথা জানান। ফিজিও দ্রুত চিকিৎসকদের খবর দিলে, তারা এসে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।
হাসপাতালে নেওয়ার পর যা ঘটেছে হাসপাতালে নেওয়ার পর জানা যায়, তামিম ইকবাল একটি মারাত্মক হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন। তার এনজিওগ্রাম করার পর দেখা যায়, হৃদযন্ত্রের একটি ধমনীতে ১০০ শতাংশ ব্লক রয়েছে। অবিলম্বে চিকিৎসকরা তার হার্টে একটি রিং পরানোর সিদ্ধান্ত নেন এবং সফলভাবে তা সম্পন্ন হয়।
জরুরি চিকিৎসা ও সিপিআর প্রদান চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তামিমকে হাসপাতালে নেওয়ার পর ২২ মিনিট ধরে তাকে সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) দেওয়া হয়। প্রথমে তাকে হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়ার পরিকল্পনা করা হলেও, তার অবস্থা সংকটাপন্ন থাকায় সেটি সম্ভব হয়নি। বিকল্প ব্যবস্থায় দ্রুত হাসপাতালে নিয়ে গিয়ে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়।
বর্তমান পরিস্থিতি বর্তমানে তামিমের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। তিনি চিকিৎসকদের নির্দেশনা অনুযায়ী চিকিৎসা গ্রহণ করছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। ক্রিকেটপ্রেমীরা তার দ্রুত সুস্থতা কামনা করছেন এবং বিসিবির পক্ষ থেকেও তার চিকিৎসার সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাবার্তা/এমএইচ