
ফাইল ছবি
বাংলাদেশের ক্রিকেটে এক বড় দুঃসংবাদ হয়ে এসেছে তামিম ইকবালের হঠাৎ অসুস্থ হয়ে পড়ার খবর। বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ চলাকালে শারীরিক অস্বস্তি অনুভব করেন মোহামেডান অধিনায়ক। প্রথমে সাধারণ গ্যাস্ট্রিকের সমস্যা ভেবে তেমন গুরুত্ব না দিলেও, পরে পরিস্থিতির দ্রুত অবনতি ঘটে। হৃদরোগে আক্রান্ত হন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক, এবং মাত্র কয়েক ঘণ্টার মধ্যে দুইবার হার্ট অ্যাটাকের শিকার হন। এর মধ্যে দ্বিতীয়টি ছিল মারাত্মক (ম্যাসিভ) হার্ট অ্যাটাক।
সোমবার (২৪ মার্চ) অসুস্থ হয়ে পড়ার পরপরই তামিমকে দ্রুত সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ২২ মিনিট ধরে তাকে সিপিআর ও তিনবার ডি-সি শক দেওয়া হয়। চিকিৎসকরা সফলভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং এনজিওগ্রামের মাধ্যমে দেখা যায়, তার হার্টের একটি ধমনীতে ১০০ শতাংশ ব্লক রয়েছে। তাৎক্ষণিকভাবে সেখানে একটি রিং (স্টেন্ট) বসানো হয়। বর্তমানে তিনি কিছুটা সুস্থ হলেও পুরোপুরি শঙ্কামুক্ত নন এবং এখনো ঢাকায় নেওয়ার মতো স্থিতিশীল অবস্থায় পৌঁছাননি।
তামিমের আকস্মিক অসুস্থতার খবরে শুধু বাংলাদেশ নয়, পুরো ক্রিকেট বিশ্বই উদ্বিগ্ন। সতীর্থরা থেকে শুরু করে আন্তর্জাতিক ক্রিকেট মহলের তারকারা তার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছেন।
সতীর্থদের আবেগঘন বার্তা
জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা ফেসবুকে লিখেছেন, ‘তোর কাছে যাইতে পারলাম না ভাডি। মহান আল্লাহ তোর সহায় হোন। দ্রুত সুস্থ হয়ে ফিরে আয়, ইনশাল্লাহ।’
লিটন দাসও উদ্বেগ প্রকাশ করে লিখেছেন, ‘দ্রুত সুস্থ হন, তামিম ভাই। আপনার দ্রুত সুস্থতা কামনা করছি। আপনার জন্য দোয়া রইল।’
জাতীয় দলের অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত লেখেন, ‘মাঠে হার্ট অ্যাটাক, লাইফ সাপোর্টে তামিম ইকবাল ভাই। অনেক অনেক দোয়া আপনার জন্য রইল, ভাই।’
পেসার তাসকিন আহমেদও তামিমের জন্য দোয়া চেয়ে লিখেছেন, ‘প্লিজ, সবাই তামিম ভাইয়ের দ্রুত আরোগ্যের জন্য দোয়া করুন।’
আন্তর্জাতিক ক্রিকেটারদের শুভকামনা
শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গাও তার অফিসিয়াল ফেসবুক পেজে তামিমের জন্য শুভকামনা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘তামিমের দ্রুত ও পরিপূর্ণ সুস্থতা কামনা করছি। লড়াই চালিয়ে যাও, যেভাবে মাঠে সবসময় করে দেখিয়েছ।’
আইপিএলের জনপ্রিয় দল কলকাতা নাইট রাইডার্সও তামিমের সুস্থতা কামনা করে লিখেছে, ‘তামিম ইকবাল, তাড়াতাড়ি সেরে ওঠো। পুরো ক্রিকেট মহল তোমার জন্য প্রার্থনা করছে।’
সাবেক ক্রিকেটারদের প্রতিক্রিয়া
জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং ধারাভাষ্যকার আতহার আলী খান লিখেছেন, ‘তামিমের জন্য দোয়া এবং দ্রুত সুস্থতা কামনায় সবার কাছে দোয়ার দরখাস্ত রইলো। আল্লাহ তায়ালা তাকে যত তাড়াতাড়ি সম্ভব পরিপূর্ণ সুস্থ হয়ে ওঠার শক্তি ও সাহস দিন। আমিন।’
তামিম ইকবালের অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তার সুস্থতা কামনার জোয়ার। শুধু সতীর্থরাই নয়, দেশ-বিদেশের ভক্তরাও প্রিয় ক্রিকেটারের জন্য দোয়া করছেন। বাংলাদেশের ক্রিকেটের এই তারকা যেন দ্রুত সুস্থ হয়ে আবার মাঠে ফিরতে পারেন, সেটাই এখন সবার একমাত্র চাওয়া।
বাংলাবার্তা/এমএইচ